DJ’র বিকট আওয়াজে বিরক্ত বরের ঘোড়া, খেপে গিয়ে বরযাত্রীদের একের পর এক লাথি! ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দিনরাত সহ্য করতে হয় কান ঝালাপালা করা আওয়াজ। বিয়ের মরশুমে হাড় পাঁজর বেরিয়ে আসা শরীরে রংচংয়ে পোশাকের ভার বহন করতে দিনরাত। সব মিলিয়ে, বিয়ের জন্য ভাড়া করা ঘোড়াদের অবস্থা হয়ে ওঠে দুর্বিসহ। আর এই জীবনযন্ত্রণা সহ্য করতে না পেরেই এবার আক্রমণাত্মক রূপ নিল। ডিজের প্রচণ্ড শব্দে খেপে উঠে লাথি মারতেই আহত হলেন একাধিক বরযাত্রী।

জানা গিয়েছে, ক্ষ্যাপা ঘোড়ার লাথি খাওয়ার মতো মর্মান্তিক অভিজ্ঞতা হয়েছে উত্তরপ্রদেশের হামিরপুর জেলার মৌদহের একটি বিয়েবাড়ির বরপক্ষের। গুরুতর আঘাত লাগতেই আহতের চিকিৎসার জন্য তড়িঘড়ি ভর্তি করানো হয় স্থানীয় সরকারি হাসপাতালে। ইতিমধ্যেই অবশ্য, সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়েছে ঘটনার সেই ভিডিয়োওটি। তাতে দেখা যাচ্ছে, তুমুল শব্দে ‘তেরে ইশক মে নাচেঙ্গে’ বাজছে। আর তাতে হঠাৎ করেই ক্ষেপে ওঠে একটি ঘোড়া। রীতিমত যলাফালাফি শুরু করে দেয় সে।

প্রসঙ্গত উল্লেখ্য, ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও এই ঘটনায় ঘোড়াদের বিশেষ দোষ দেখছেন না পশুপ্রেমীরা। পশুপ্রেমীদের কথায়, ঘোড়া সাধারণত শান্ত পরিবেশ থাকতেই ভালোবাসে। কিন্তু শহরের ঘোড়াদের ক্রমাগত যানজট, হই-হট্টগোল, বাজনার শব্দের সঙ্গে অভ্যাস করিয়ে দেওয়া হয়। তবে তারও একটা সীমা রয়েছে। কিন্তু, এক্ষেত্রে অর্ধেক দিনই পেট ভরে খাবার না পাওয়ার কারণে কার্যত পারিপার্শ্বিক পরিবেশের উপর ক্ষেপে গিয়ে ঘোড়াটি এমন কাণ্ড ঘটিয়েছে বলেই মনে করা হচ্ছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X