ফেব্রুয়ারি বানান জানেন না সরকারি স্কুলের শিক্ষক, লিখতে গিয়ে ছুটল কালঘাম! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যম এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা বিভিন্ন বিষয়ের ওপর ভাইরাল হওয়া একাধিক ভিডিও দেখতে পাই। তবে, সাধারণত নেটিজেনরা মনোরঞ্জনের জন্য এই ভাইরাল ভিডিওগুলি দেখতে এলেও মাঝে মাঝে এগুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে যা বর্তমান সমাজের বাস্তব চিত্র কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যেখানে দেখা গিয়েছে যে, বিদ্যালয়ের ক্লাসের মধ্যেই “ফেব্রুয়ারি” বানান লিখতে গিয়ে কার্যত বিপদে পড়ে গিয়েছেন ছাত্রী থেকে শিক্ষক উভয়েই। আর এই ভিডিও দেখেই স্বাভাবিকভাবে অবাক হয়েছেন নেটিজেনরাও।

   

বিদ্যালয়ে গিয়ে পড়াশোনার মাধ্যমেই জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এগিয়ে যায় পড়ুয়ারা। আর তাঁদের এই চলার পথে যাঁদের সবচেয়ে বেশি ভূমিকা থাকে তাঁরা হলেন শিক্ষক। অভিভাবকের মতই সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে ছাত্রছাত্রীদের সাহায্য করেন তাঁরা। যে কারণে তাঁদের “জাতির মেরুদন্ড”-ও বলা হয়। এক কথায়, সমাজ গড়ার অন্যতম কারিগর হলেন শিক্ষকমহল।

কিন্তু, মাঝে মাঝে এমন কিছু ভাইরাল ভিডিও সামনে আসে যাতে রীতিমত প্রশ্নের মুখে পড়ে যায় শিক্ষকদের ভূমিকা। বর্তমান ভিডিওটিতেও সেই প্রশ্ন বারবার উপস্থাপিত হচ্ছে। ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একজন সাংবাদিক এক ছাত্রীকে ক্লাস রুমের মধ্যেই বোর্ডে জানুয়ারি-ফেব্রুয়ারির বানান লিখতে বলেন।

ওই ছাত্রীটি প্রথমে জানুয়ারির বানান সঠিকভাবে লিখে ফেললেও, ফেব্রুয়ারির বানানটি ভুল করে ফেলে। এরপরে সেই সাংবাদিক সেখানে উপস্থিত শিক্ষককে প্রশ্ন করে জানতে চান বানানটি ঠিক আছে কিনা। তার উত্তরে শিক্ষক সেটি সংশোধন করে নিজে সঠিক বানানটি লিখতে যান। এতদূর পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও এর পরে যে ঘটনাটি ঘটেছে তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। বোর্ডে গিয়ে ফেব্রুয়ারির বানান লিখতে গিয়ে রীতিমত কালঘাম ছুটে যায় ওই শিক্ষকের। শুধু তাই নয়, তিন-চার বারের চেষ্টাতেও তিনি কিছুতেই সঠিকভাবে লিখতে পারেন নি বানানটি।

 

View this post on Instagram

 

A post shared by Video Nation (@nation.video)

আর ওই ভিডিওটিই বর্তমানে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। National.video নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই অবাক করা ভিডিওটি আপলোড করা হয়েছে। ইতিমধ্যেই ভিডিওটি হাজার হাজার মানুষ দেখে ফেলেছেন। পাশাপাশি, লাইক করেছেন প্রায় ২০ হাজার জন। এছাড়াও, এহেন ভিডিও দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানাতে ভোলেননি নেটিজেনরা। একজন ব্যবহারকারী বিদ্রুপের সুরে লিখেছেন, “এই শিক্ষক জেনারেল ক্যাটাগরির টিচার নন।” পাশাপাশি, আরেকজন লিখেছেন, “এটা আমার গ্রামের স্কুল, ঝাড়খণ্ডের।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর