মা হওয়ার পরে প্রথমবার স্টেজে স্বপ্ন চৌধুরী, নাচের ভিডিও তুমুল ভাইরাল

Published On:

Viral video : হরিয়ানার বিখ্যাত নৃত্যশিল্পী ও গায়ক স্বপ্না চৌধুরী (swapna Choudhury) মা হওয়ার পর প্রথমবারের মতো মঞ্চে ফিরে আসলেন। স্বপ্নার এই কামব্যাকের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই ভিডিওটি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্বপ্না চৌধুরী শেয়ার করেছেন।

গত অক্টোবর মাসে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন স্বপ্ন । ছেলের জন্মের পর প্রথমবারের মতো মঞ্চে হাজির হয়েছিলেন তিনি। ভিডিওটি নিজের ইন্সটাগ্রাম একাউন্টে শেয়ার করে স্বপ্না চৌধুরী লিখেছেন, ‘আবারও নিজেকে স্বাগতম। ‘

এই বছরের শুরুর দিকে, স্বপ্না চৌধুরী হরিয়ানার সংগীতশিল্পী সাহুকে বিয়ে করেছিলেন। স্বপ্নের মা হওয়ার খবরের পর এই বিয়ের খবর সামনে এসেছিল, যা নিয়ে সামাজিক মাধ্যমে ট্রোলের মুখোমুখি হতে হয়েছিল।

https://www.instagram.com/p/CH3B1_LBBbr/?igshid=12e1g1mj9ngd

এর আগে করওয়া চৌথ উপলক্ষে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন স্বপ্না চৌধুরী। লাল পোশাকে দম্পতিকে বেশ খুব সুন্দর লাগছিল। তুমুল ভাইরাল হয়ে যায় সেই ছবি গুলিও।

https://www.instagram.com/p/CHLQKfxF35R/?igshid=b8l4vg4sc8yn

X