ধর্ষণে অভিযুক্তকে টিকিট দেওয়ার বিরোধিতা করা মহিলাকে বেধড়ক পেটাল কংগ্রেস কর্মীরা! দেখুন ভিডিও…

   

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের (Uttar Pradesh) দেওরিয়া (Deoria) জেলার টাউন হলে কংগ্রেস পার্টির (Congress Party) অফিসে কংগ্রেসের কর্মীদের মধ্যে তুমুল হাঙ্গামা বেঁধে যায়। আর এই হাঙ্গামার প্রধান কারণ হল, কংগ্রেসেরই এক মহিলা কর্মী দলের রাষ্ট্রীয় সচিবের সামনে উপ নির্বাচনের প্রার্থীকে ধর্ষণে অভিযুক্ত বলে টিকিট দেওয়া বিরোধিতা শুরু করে দেন। মহিলা কর্মী রাষ্ট্রীয় সচিবের গায়ে ফুলের তোড়া ছুঁড়ে মারে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়। এরপর হাঙ্গামা আরও বেড়ে যায়। এই ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত পুরুষ কর্মীরা মহিলা কর্মীকে বেধড়ক মারধোর করে। যদিও কয়েকজন কর্মী এই ঘটনা থামানর চেষ্টা করেছিলেন। কংগ্রেসের ওই মহিলা কর্মীর সাথে পার্টি অফিসে যাওয়া আরও তিনজন মহিলাকে বেধড়ক মারধোর করে পুরুষ কর্মীরা। ওই তিনজন মহিলাও দলেরই কর্মী ছিলেন।

জানিয়ে দিই, দেওরিয়া বিধানসভায় বিজেপির জনমেজয় সিং বিধায়ক ছিলেন। কিছুদিন আগে ওনার আকস্মিক মৃত্যুর পর এই আসন খালি হয়ে যায়। এবার এই আসনে আগামী ৩ রা নভেম্বর উপ নির্বাচন হওয়ার কথা। ওই আসনে কংগ্রেসের নেতা মুকুন্দ ভাস্কর ত্রিপাঠীকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আর নির্বাচনের প্রস্তুতি নিয়ে শনিবার পার্টি কার্যালয়ে বৈঠক চলছিল। সেই সময় এক মহিলা কর্মী পৌঁছান আর রাষ্ট্রীয় সচিবকে সন্মানিত করার বাহানায় ওনার উপর ফুলের তোড়া ছুঁড়ে মারেন। এরপর ধর্ষণে অভিযুক্ত প্রার্থীকে টিকিট দেওয়ার বিরোধিতা করেন।

মহিলা কর্মী তারা দেবী বলেন, তিনি চার বছর ধরে দলের সদস্য। তিনি বলেন, কংগ্রেস প্রার্থী মুকুন্দ ভাস্করের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে। ওঁকে টিকিট দেওয়া ভুল। আমি চাই কোনও ভালো মানুষ যার চরিত্রে দাগ নেই তাকে টিকিট দেওয়া হোক। আর এই কথা বলার জন্যই আমি রাষ্ট্রীয় সচিবের সাথে দেখা করতে যায়। মহিলা কর্মী দাবি করেন যে, তিনি রাষ্ট্রীয় সচিবকে মারেন নি। তিনি শুধু বলতে গিয়েছেন যে, এরকম লোককে কেনও টিকিট দেওয়া হল? আর এই কথা বলার পর সেখানে উপস্থিত কংগ্রেস কর্মীরা আমাকে মারধোর করা শুরু করে।

মহিলা কর্মীর অভিযোগের পর কংগ্রেসের প্রার্থী বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে, সেগুলো সব ভিত্তিহীন। আমাকে কোনও মামলায় আদালত এখনো দোষী সাব্যস্ত করেনি আর না আমাকে সাজা শুনিয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর