টিউশন ফি দিতে না পারায় ছাত্রীকে বিয়ে, শিক্ষকের কাণ্ড দেখে হতবাক সবাই! ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পিতা মাতার পর যিনি আমাদের জীবনবোধ গড়ে তুলতে সাহায্য করেন তিনি হলেন আমাদের শিক্ষক। প্রাচীন প্রবাদ বাক্য অনুযায়ী শিক্ষক অর্থাৎ গুরু আমাদের কাছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এর সমান। সমাজে চলার পথে শিক্ষক বিনা আমাদের ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু বর্তমান সময়ে শিক্ষকদের কিছু কীর্তি কালিমালিপ্ত করছে শিক্ষক সমাজকে।

সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে আসছে শিক্ষকদের আজব সব কুকীর্তি। কিছুদিন আগে ভাইরাল হয় টাকার বিনিময় পড়ুয়ার নম্বর বাড়িয়ে দিচ্ছেন এক শিক্ষক। আবার কখনো দেখা যায় পড়ুয়াদের প্রতি শিক্ষকদের অমানবিক আচরণ। কিন্তু সম্প্রতি এমন একটি ভিডিও সামনে এসেছে যা নাড়িয়ে দিয়েছে সভ্য সমাজকে।ছাত্রী ঠিকমতো টিউশন ফি দিতে না পারায় তাকে বিয়ে করেছেন তার শিক্ষক। নিজের মুখে সে কথা স্বীকার করে ভিডিও তৈরি করেছেন তিনি।

ইনস্টাগ্রামে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।bhutni_ke_memes নামক একটি একাউন্ট থেকে সেই ভিডিও শেয়ার করা হলে মুহূর্তে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন এক শিক্ষক ও তার ছাত্রী। বর্তমানে সম্পর্কের খাতিরে তারা স্বামী ও স্ত্রী। ছাত্রীর কপাল ভর্তি শিক্ষকের দেওয়া সিঁদুরে। ভিডিওতে শিক্ষক নিজের মুখে বলছেন,”আমি কোচিং ক্লাস চালাই। এই মেয়েটি আমার ছাত্রী ছিল। কিন্তু ও ঠিকমতো টিউশন ফি আমাকে দিতে পারত না। টিউশন ফি দিতে না পারায় আমি ওকে বিয়ে করেছি।”

 

View this post on Instagram

 

A post shared by Bhutni_ke (@bhutni_ke_memes)

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নিজেদের রাগ উগড়ে দিয়েছেন ব্যবহারকারীরা। কারণ একটি ছাত্রীর আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে যে কাজ শিক্ষকটি করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। যে শিক্ষক সমাজের প্রধান লক্ষ্য সুস্থ সমাজ গড়া সেখানে এই ধরনের ঘটনা মুখ পুড়িয়েছে শিক্ষকদের।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X