বাংলা হান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ার (Social media) দৌলতে রোজ কত অদ্ভুত অদ্ভুত ঘটনা যে চোখে পড়ে তার ইয়ত্তা নেই। আর সেই কারণেই সোশ্যাল মিডিয়াকে আধুনিক যুগের আধুনিক রঙ্গমঞ্চ বললেও অত্যুক্তি হবেনা। রোজই নতুন নতুন ছবি ভিডিও ভাইরাল (Video Viral) হতে থাকে এখানে। এইসব ভিডিও কখনও আমাদের হাসায় তো কখনও আবার ভাবতে বাধ্য করে। আবার অনেক সময় এমনও ভিডিও চোখের সামনে আসে যা দেখে ভয়ে হাড় হিম হয়ে যায়।
সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে মূল আলোচ্য বস্তু হল ‘কুমির’ (Crocodile)। কুমির যে একটি বিপজ্জনক প্রাণী তা আর বলার অপেক্ষা রাখেনা। সাধারণ নদীতেই এর বসবাস। কিন্তু যদি কখনও এমন হয় যে, আপনি ঘরে বসে আছেন আর হঠাৎ কোথা থেকে একটা কুমির চলে এল। ব্যাপারটা যে শুনতে সত্যিই হাস্যকর তা আর বলার অপেক্ষা রাখে না।
সাম্প্রতিক ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি কুমির ঘরের মেঝে ফুঁড়ে বেরিয়ে আসছে আর কিছু মানুষ হাতে হাতিয়ার নিয়ে সেটিকে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এমন সময় তার পেছন থেকে আরও দুটি কুমির বেরিয়ে আসে। বিষয়টি যে সত্যিই ভীতিকর তা আর বলার অপেক্ষা রাখেনা।
আরও পড়ুন : দাউদাউ করে জ্বলছে আগুন, ঝলসে মৃত ১২! গ্যাস স্টেশনে ভয়ঙ্কর বিস্ফোরণ, আহত ৬০
সূত্রের খবর, এটি ভারতেরই একটি রাজ্যের ঘটনা। যদিও ঠিক কোন রাজ্যে এটি ঘটেছে সেই খবর এখনও পাওয়া যায়নি। জানা যাচ্ছে, ঐ ঘরের বাসিন্দারা ঘরের নিচ থেকে কিছু শব্দ শুনতে পায়। তাদের মনে হয়, নিচে যেন কেউ মারামারি করছে। তবে মেঝে প্লাস্টার করা থাকায় সেটা দেখা যাচ্ছিলনা। শব্দের তীব্রতা বৃদ্ধি পেতেই মাটি খোঁড়া শুরু করে তারা।
আরও পড়ুন : Jio-র পুজো অফার, ফ্রিতে ৪০ জিবি ডেটা দিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা! এভাবে নিন সুবিধা
প্লাস্টার ভেঙে নিচে তাকিয়ে অবাক হয়ে যায় সকলে। কারণ ঘরের নিচে ছিল একটা আস্ত কুমির।এরপর আতঙ্কে লোকজন প্লাস্টার ভাঙতে শুরু করলে মাটি ছিঁড়ে বেরিয়ে আসে মোট ৩টি কুমির। এসব দেখে ভীড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকজনের আতঙ্কে সিঁটিয়ে ওঠে। উদ্ধারকারী দল এসে কুমির নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকে।
View this post on Instagram
হাড় হিম করা এই ভিডিওটি @mksinfo.official অ্যাকাউন্টে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ভিডিওটি লক্ষাধিক বার দেখা হয়েছে এবং প্রচুর মন্তব্যও এসেছে। এক ইউজার লিখেছেন – ‘আপনি আরও খনন করুন এবং দেখুন নীচে অন্য কোন কুমির আছে কিনা এবং তারা কোথা থেকে আসছে।’ আরেক ব্যবহারকারী লিখেছেন- ‘মাটির নিচ থেকে কুমিরের বেরিয়ে আসা কতটা ভীতিকর।’ এখন প্রশ্ন হল একটা বাড়ির নিচে কুমির এল কীভাবে? আপনার কি মনে হয়?