বাংলা হান্ট ডেস্কঃ ঘুমনোর সময় প্যান্টে ঢুকে গেলো কোবরা সাপ (Cobra Snake)! দেখুন ভাইরাল ভিডিও (Viral Video)। গোটা ভারতে বর্ষার মরশুম চলছে। আর এই বর্ষায় সাপ দেখার ঘটনা খুবই সাধারণ। কখনো ঘর আবার কখনো জমি, যেখান সেখান থেকে সাপ বের হয় এই বর্ষার মরশুমে। কিন্তু উত্তর প্রদেশের মির্জাপুরে এক আজব ঘটনা ঘটে গেলো। সেখানে একটি বিষাক্ত কোবরা সাপ ঘুমন্ত অবস্থায় থাকা এক যুবকের প্যান্টের ভিতরেই ঢুকে গেলো। এরপর প্রায় সাত ঘণ্টা ওই যুবক একটি পিলার ধরে দাঁড়িয়ে থাকে। সকাল হতেই সাপুড়ের সাহায্যে ওই বিষাক্ত সাপকে যুবকের প্যান্ট থেকে বের করা হয়। সেই সময় পুলিশ, প্রশাসনের টিমের সাথে সাথে গ্রামবাসীরাও ঘটনাস্থলে এসে পৌঁছায়। সতর্কতার খাতিরে পুলিশ অ্যাম্বুলেন্সও ডেকে নেয়।
এই ঘটনা উত্তর প্রদেশের মির্জাপুরের জমালপুর থানা এলাকার সিকন্দরপুর গ্রামে ঘটে। সেখানের একটি প্রাথমিক বিদ্যালয়ে কয়েকজন বিদ্যুত কর্মী সৌভাগ্য যোজনার কাজ করছিলেন। সেখানে এলাহাবাদের বাসিন্দা লবলেশও ছিল। বাকি কর্মীরা জানায়, রাত ১২ টা নাগাদ ঘুমনোর সময় লবলেশের প্যান্টে সাপ ঢুকে পড়েছিল। লবলেশ ঘটনার আন্দাজা পেতেই ভয়ে কাঁপতে শুরু করে দেয়। কিন্তু ভয় পেলেও সে সাহসিকতা দেখায়। আর ধীরে ধীরে দাঁড়িয়ে বিল্ডিংয়ের একটি পিলার ধরে দাঁড়িয়ে পড়ে।
— Bangla Hunt (@BanglaHunt) July 29, 2020
এরপর প্রায় সাতঘন্তা সে নিজের প্রাণ বাঁচাতে ঠায় খাম্বা ধরে দাঁড়িয়ে থাকে। সকালে সবাই ঘটনার কথা জানতে পারে আর পুলিশকে খবর দেয়। ঘতনাস্থলে পুলিশ পৌঁছায় আর সাপুড়েকে ডাক দেয়। এই ঘটনা দেখার জন্য ঘটনাস্থলে গ্রামবাসীরা ভিড় জমানো শুরু করে দেয়। অনেকেই ভিডিও বানাতে থাকে।
ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মীরা সতর্কতা অবলম্বনের জন্য আগে থেকেই অ্যাম্বুলেন্স ডেকে রেখেছিল। এরপর সাপুড়ে অনেকক্ষণ চেষ্টা করে যুবকের প্যান্টের বিতর থেকে সাপ বের করে। সাপটিকে বের করার জন্য ধীরে ধীরে জিন্স প্যান্ট লেটে ফেলা হয়েছিল। তবে ভাগ্যক্রমে যুবক এবং সাপ অক্ষত থাকে। এবং সাপ যুবককে কামড়ও দেয়নি বলে জানা যায়।