Ekchokho.com 🇮🇳

রিল তৈরির “নেশা”, নদীর ওপর ঝুলতে থাকা লোহার রডে সন্তানকে বসিয়ে দিলেন বাবা, তারপরে যা হল….

Published on:

Published on:

Viral Video the father placed his son on an iron rod hanging over the river

বাংলা হান্ট ডেস্ক: একটা ৩০ মিনিটের ভিডিও-র জন্য মানুষ কি না করতে পারে তার প্রমান আবারও পাওয়া গেল। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Video)। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে রিল ভিডিও (Reel Video) শ্যুটের জন্য এক ব্যক্তি নিজের ছোট্ট মেয়েকে বাঁধের লোহার রডে বসিয়ে দেন।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে লোহার রডের উপর বাচ্চা মেয়েটি কিছুতেই বসতেই চাইছিল না, কিন্তু বাবা জোর করে তাকে বসিয়ে দেন। এমনকি মেয়েটির বাবা ভিডিও বানানোর জন্য নানান কথা বলে ওই বাচ্চা মেয়েটিকে।  (ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)

কী ভাবে মেয়েকে বাঁধের উপরে বসিয়ে ভিডিও করছে বাবা,ভিডিও ভাইরাল (Viral Video)

Khusbu journo নামে এক নেটিজেন সম্প্রতি এই ভিডিওটি (Video) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিও ভাইরাল (Viral)। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বাঁধের সেফটি রেলিংয়ের বাইরে একটি গেজ বক্সের উপর শিশুকে বসতে বাধ্য করা হয়। এরপর আচমকা তার বাবা তার হাত ছেড়ে দেন। আশ্চর্যজনকভাবে শিশুটির মা সেখানে ছিলেন। তিনিও শিশুটিকে উৎসাহিত করতে থাকেন।

Viral Video the father placed his son on an iron rod hanging over the river

আরও পড়ুন: আমিষভোজী না হয়েও গ্লামারের জাদুতে রয়েছে বলিউডের এই তারকারা

সূত্রের খবর, ভিডিওটি রাজস্থানের (Rajasthan) এর ভরতপুরে শ্যুটিং করা হয়েছিল। কিন্তু ভিডিওটি কবে কার সেই বিষয়ে এখনো বিশদে কিছু জানা যায়নি। ভাইরাল হওয়া ভিডিওটি দেখে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে সমাজ মাধ্যমে। এমনকি, বাবা-মায়ের অবহেলার ঘটনায় স্বাভাবিকভাবে ক্ষুব্ধ নেটিজেনরা । বহু নেটিজেন এই দম্পতির দায়িত্বজ্ঞানহীন আচরণের সমালোচনা করেছেন। তবে এখনও পর্যন্ত দম্পতির পরিচয় জানা যায়নি।