বাংলাহান্ট ডেস্কঃ মাটিতে পড়ে থাকা সাদা রঙের আস্তরণের উপর দিয়ে এগিয়ে চলেছে আগুনের শিখা। কিন্তু পাশের ঘাস, গাছের পাতা, ঝোপঝাড় এমনকি কাঠের বেঞ্চও অক্ষত। হতবাক করে দেওয়া এই ঘটনাটি ঘটেছে স্পেনের (Spain) ক্যালাহোরা (Calahora) শহরের একটি পার্কে। চারদিন আগে ওই আগুনের ভিডিও তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মুহূর্তে ভাইরাল হয়েছে ভিডিও। ইতিমধ্যেই ফেসবুকে ৯২,০০০ বার এবং টুইটার, রেডিটে ৬৮ লক্ষ বার ওই ভিডিও দেখে ফেলেছেন মানুষজন।
https://twitter.com/Sci_Phile/status/1258490464166203397
জীববিজ্ঞানীদের রিপোর্ট তুলে ধরে ক্যালাহোরার মেয়র জানিয়েছেন, সাদা রঙের যে আস্তরণে আগুন জ্বলতে দেখা যাচ্ছে সেটা পার্কের ঘাসের উপর পড়ে থাকা পপলার বীজ। এবং অতি জ্বলনশীল এই বীজের উপর আগুন লাগায় সেটা শুধু বীজকেই পুড়িয়েছে, তলার ঘাসের গায়ে আঁচ লাগেনি। কিন্তু অতি দ্রুত ছড়িয়ে পড়তে থাকা এই আগুন এখনও নিয়ন্ত্রিত করা সম্ভব হয়নি আগুন। যা চিন্তা বাড়াচ্ছে ক্যালাহোরা প্রশাসনের (Calahora administration)।
ভিডিওতে দেখা যাচ্ছে যে এই বীজের আগুন সরানো হচ্ছে এবং সবুজ ঘাস বের হচ্ছে। তবে আশ্চর্যের বিষয় হ’ল এটি যখন আরও ছড়িয়ে যাচ্ছে তখন মাঝখানে একটি গাছ এবং কাঠের বেঞ্চও রয়েছে। তবে এই আগুনে, এই সমস্ত নিরাপদ। পোড়ানো কেবল বীজ।
এই ভিডিওটি ৪ দিন আগে ফেসবুকে শেয়ার করা হয়েছিল। এখন পর্যন্ত এটি ৯২০০০ বারের বেশি বার দেখা হয়েছে। এটি টুইটারেও ব্যাপকভাবে দেখা হচ্ছে। এটি এ পর্যন্ত ৬৮ লক্ষেরও বেশি লোক দেখেছে। টুইটারে কিছু লোক বলেছিলেন যে, এটি দমকলকর্মীদের দ্বারা নিয়ন্ত্রিত আগুন। তবে কাইলাহোড়ার মেয়র অস্বীকার করেছেন যে এটি ফায়ারম্যানরা লাগিয়েছিল। তবে এটি স্বস্তির বিষয় যে এই ইভেন্টের ফলে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি।