বিয়ের মণ্ডপে কনেকে কষিয়ে চড় বরের, ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটজনতা

বাংলা হান্ট ডেস্ক: বিয়ে বাড়ি মানেই সকলের কাছে এক আনন্দের অনুষ্ঠান। গান-বাজনা, দেদার খাওয়া-দাওয়া এবং সাজগোজের মাঝেই যেন পূর্ণতা পায় এই অনুষ্ঠান। পাশাপাশি, বিবাহিত দম্পতিদের দেখতেও ভিড় জমান সকলে। এক কথায়, বিয়েবাড়ি মানেই এক জমজমাট ব্যাপার।

কিন্তু, এহেন আনন্দের অনুষ্ঠানের মাঝেই কখনও শুনেছেন যে কনের গালে চড় বসিয়ে দিয়েছেন বর? শুনতে অত্যন্ত অদ্ভুত শোনালেও ঠিক এইরকমই এক ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, পাশাপাশি সামনে এসেছে এমন একটি ভিডিও যাতে পুরো ঘটনাটি ফুটে উঠেছে। আর এই ভিডিও দেখেই চমকে গিয়েছেন সকলে।

এমনিতেই, বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে প্রতিদিনই হাজার হাজার ভিডিও ভাইরাল হয়ে যায়। কিন্তু, তারই মধ্যে এমন কিছু ভিডিও থাকে যা রীতিমতো বিশ্বাস করাই কঠিন হয়ে পড়ে। বর্তমান প্রতিবেদনে আমরা যে ভিডিওটির প্রসঙ্গ উপস্থাপিত করছি সেই ভিডিওটিও ওই ক্যাটাগরিতেই পড়ে।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, বিয়ের সাজ পরেই একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছেন বর এবং কনে। তারপরেই দেখা যায় কনের উদ্দেশ্যে একটি ফুল ছোঁড়েন বর। প্রত্যুত্তরে খানিকটা রেগেই বরের উদ্দেশ্যে ফুল ছোঁড়েন কনেও।

আর তারপরেই ঘটে সেই অঘটন! হঠাৎই একদম অতর্কিতে কনেকে চড় মেরে বসেন ওই বর। শুধু তাই নয়, প্রচন্ড রেগে তিনি পরপর দু’বার চড় বসিয়ে দেন কনের গালে। এমতাবস্থায়, পরিস্থিতি সামাল দিতে দেখা যায় সেখানে উপস্থিত অতিথিদের।

এদিকে, এই ভিডিওটিই বর্তমানে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে নেটমাধ্যমে। এহেন ভিডিও দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে সকলের। পাশাপাশি, ভিডিওটি দেখে প্রতিক্রিয়াও দিতে দেখা যায় নেটিজেনদের। এছাড়াও, বিয়ের মণ্ডপেই বর-কনের এমন লড়াইর ঘটনা যে সত্যিই দুর্লভ তা স্বীকার করেছেন সকলেই

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর