মুসলিম না হয়েও গোপনে মক্কায় সাংবাদিক! ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ গোটা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীরা

বাংলা হান্ট ডেস্ক: রোজ কতকিছুই না ভাইরাল হয় নেটমাধ্যমে! তবে, এবার এমন একটি ভিডিও ভাইরাল (Viral) হয়েছে যা দেখার পর ক্ষিপ্ত হয়েছেন মুসলমানেরা। মূলত, সৌদি আরবের পবিত্র নগরী মক্কা থেকে এক ইজরায়েলি ইহুদি সাংবাদিকের রিপোর্টিং নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এমনিতেই মক্কায় মুসলিম ব্যতীত বাকিদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এমতাবস্থায়, ওই সাংবাদিকের মক্কা পৌঁছনোর ঘটনায় শুরু হয়েছে তীব্র বিতর্ক।

জানা গিয়েছে, গত সোমবার ইজরায়েলের চ্যানেল 13 একটি প্রতিবেদন সামনে নিয়ে আসে। যেখানে দেখা গিয়েছে সংশ্লিষ্ট চ্যানেলের ওয়ার্ল্ড নিউজ এডিটর গিল তামারি গাড়িতে করে মক্কা নগরী ঘুরে বেড়াচ্ছেন এবং মক্কার গুরুত্বপূর্ণ স্থানগুলির কথা দর্শকদের জানাচ্ছেন। এমতাবস্থায়, তিনি বিখ্যাত মক্কা গেটের কাছ দিয়েও যান। এদিকে, এই গেট থেকেই মক্কা শহরের সীমানা শুরু হয় এবং এখানে মুসলিম ব্যতীত আর অন্য কেউ প্রবেশ করতে পারেন না।

পাশাপাশি, সাংবাদিক তামারি মক্কার উপকণ্ঠে অবস্থিত মাউন্ট আরাফাতে সেলফিও তুলেছেন। মূলত, হজের জন্য আরাফাত পাহাড়ে বিপুল সংখ্যক জনসমাগম হয়। জানা গিয়েছে যে, মক্কা ও মদিনায় মুসলমান ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারেন না। এমনকি, মুসলিম ব্যতীত অন্য কেউ সেখানে গেলে তাঁর জরিমানা সহ তাঁকে নির্বাসিত পর্যন্ত করা হতে পারে।

উল্লেখ্য যে, গত সপ্তাহের আঞ্চলিক সম্মেলনের কভার করার জন্য সৌদি আরবে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল তিনজন ইজরায়েলি সাংবাদিককে। তাঁদের মধ্যেই একজন হলেন তামারি। পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এই সম্মেলনে যোগ দেন।

সাংবাদিকের তীব্র সমালোচনা: এদিকে, ওই ইজরায়েলি সাংবাদিকের মক্কায় আগমন ঘিরে সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনা শুরু হয়েছে। এমনকি, সোশ্যাল মিডিয়ায় “ইহুদি ইন দ্য হারাম” হ্যাশট্যাগও বহুলপরিমানে ব্যবহার করা হচ্ছে। এই প্রসঙ্গে একজন ব্যবহারকারী টুইট করেছেন যে, “মক্কার গণ্যমান্য ব্যক্তিরা এবং ড. মুসা আল-শরীফের মতো মহান পণ্ডিতরা সৌদির কারাগারে আছেন কিন্তু একজন ইহুদি মক্কার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।”

পাশাপাশি, ইজরায়েলি সমর্থকরাও এর সমালোচনা করছেন। এছাড়াও, সৌদি আরবের ব্লগার মোহাম্মদ সৌদ, যাঁকে ইজরায়েলের সমর্থক বলে মনে করা হয়, তিনিও তামারির মক্কা সফরের নিন্দা করেছেন। এদিকে, সৌদ হিব্রুতে একটি ভিডিওতে বলেছেন, “ইজরায়েলের আমার প্রিয় বন্ধুরা, আপনাদের একজন প্রতিবেদক পবিত্র মক্কা নগরীতে এসে কোনোরকম লজ্জা ছাড়াই ভিডিওটি শুট করেছেন। এটা এমন হল যেন তিনি নিজের ধর্মীয় স্থানে গেছেন। চ্যানেল 13 আপনাদের লজ্জা হওয়া উচিত। এভাবে ইসলামকে অবমাননা করার জন্য আপনাদের লজ্জা থাকা দরকার।’

ইজরায়েলি চ্যানেল ও সাংবাদিক ক্ষমা চেয়েছেন: এদিকে, বিষয়টি নিয়ে আলোচনা শুরু হতেই, চ্যানেল 13 ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য ক্ষমা চেয়েছে। তবে চ্যানেলটি তার প্রতিবেদনের বিষয়ে দৃঢ় রয়েছে। এই প্রসঙ্গে চ্যানেলটি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে “আমাদের ওয়ার্ল্ড নিউজ এডিটর গিল তামারির মক্কা সফর একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর উদ্দেশ্য মুসলমানদের অনুভূতিতে আঘাত করা ছিল না।”

এছাড়াও, ওই বিবৃতিতে আরও বলা হয়েছে যে, “এতে কারও অনুভূতিতে আঘাত লাগলে আমরা দুঃখিত।” তবে এটা স্পষ্ট করা হচ্ছে যে, কৌতূহল হল সাংবাদিকতা পেশার একটি অংশ। সাংবাদিকতার নীতি হল, কোনো ঘটনা যে কোনো জায়গা থেকে নথিভুক্ত করা যেতে পারে। অপরদিকে, তামারিও টুইট করে এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। যেখানে তিনি জানান, ওই ভিডিওটির উদ্দেশ্য ছিল মক্কার গুরুত্ব এবং তার সৌন্দর্য দেখানো।

উল্লেখ্য যে, এই ঘটনাটি এমন একটি সময়ে ঘটেছে যখন জো বাইডেন রাষ্ট্রপতি হিসেবে মধ্যপ্রাচ্যের প্রথম সফরে সেখানে পৌঁছেছিলেন। এই সময় তিনি ইজরায়েল ও সৌদি আরব সফর করেন। এদিকে, তিনিই প্রথম আমেরিকান নেতা যিনি তেল আবিব থেকে সরাসরি সৌদি শহর জেদ্দায় পৌঁছন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর