মেট্রো উদ্বোধনের আনন্দে নাচ! ভোপালে চলন্ত ট্রেনেই নাচের ভিডিয়ো ভাইরাল

Published on:

Published on:

Viral Video the metro service has been launched in Bhopal and moments of passengers excitement
Follow

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রবিবার মেট্রো চলাচল শুরু হয়েছে ভোপালে। মেট্রো চলার জন্য স্টেশনে ছিল চোখে পড়ার মতন ভিড়। তার মধ্যেই মেট্রোয় উঠে আনন্দের নাচতে শুরু করলেন প্রৌঢ় ও প্রৌঢ়ারা। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে (Viral Video)। [যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট]।

ভোপালে মেট্রো চালু, যাত্রীদের উচ্ছ্বাসের মুহূর্ত ভাইরাল সমাজ মাধ্যমে (Viral Video)

সূত্রের খবর, রবিবার মধ্যপ্রদেশের ভোপালে মেট্রো চলাচল শুরু হয়। ঐদিন সকাল ন’টা থেকে এমস স্টেশন থেকে সুভাষ নগরের উদ্দেশ্যে প্রথম মেট্রোতে রওনা হয়। পাশাপাশি সারাদিন এই দুই স্টেশনের মধ্যে মোট ১৭ বার চলাচল করে মেট্রো। শহরে প্রথম মেট্রোয় চড়ার অভিজ্ঞতা সঞ্চয় করতে ষ্টেশনে জমে ছিল চোখে পড়ার মতন ভিড়। তবে সেখানের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে (Viral Video)।

আর এই ভিডিওটি এক ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করেন। আর সেই ভিডিওটি তারপরেই ভাইরাল হয় সমাজ মাধ্যমে। কারণ জানা যায় ওই দিন ৬ হাজার যাত্রীর ভীড় হয়েছিল মেট্রোয়। পাশাপাশি এই ভিড় মেট্রোর মধ্যে নাচতে দেখা যায় কয়েকজন প্রৌঢ়কে।

Viral Video the metro service has been launched in Bhopal and moments of passengers excitement

আরও পড়ুন: যাত্রীস্বস্তিতে বড় পদক্ষেপ! LHB কোচে যাত্রা শুরু কলকাতা–বালুরঘাট তেভাগা এক্সপ্রেস

আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই এক নেটাগরিক মন্তব্য করেন,‘‘এক এক জন এক এক ভাবে তাঁদের আনন্দ প্রকাশ করেন। তাঁরা যদি নেচে অনুভূতি প্রকাশ করেন, তা হলে ক্ষতি নেই। কিন্তু জনসমক্ষে এই ধরনের আচরণ না করাই ভাল”।

এছাড়াও এই ভিডিওটি সমাজের মাধ্যমে লক্ষাধিক ভিউস পেয়েছে। পাশাপাশি বহু নেটিজেন এই ভিডিও শেয়ার করেছেন। এছাড়াও বহু নেটিজেন এই ভিডিও দেখে ভালোবাসা ভরিয়ে দিয়েছেন (Viral Video)।