বাংলা হান্ট ডেস্ক: আমাদের জীবনযাপনকে সুরক্ষিত এবং নিরাপদ করার পাশাপাশি যে কোনো বিপদেই আমরা যাঁদের কাছে ছুটে যাই তাঁরা হলেন পুলিশকর্মী। তাঁদের সজাগ দৃষ্টির প্রহরায় নিশ্চিন্তে থাকতে পারি আমরা। শুধু তাই নয়, রোদ-ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে নিজেদের কাজে অচল থেকে তাঁরা স্বাভাবিক রাখেন যাতায়াতের ক্ষেত্রও।
তবে, বর্তমান সময়ে বিভিন্ন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্নের উদ্রেক ঘটেছে। পাশাপাশি অধিকাংশ ক্ষেত্রে তাঁদের ওপরই অভিযোগের তীর ছোঁড়েন অনেকে। এই আবহেই সাম্প্রতিক সময়ে এমন কিছু ঘটনা সামনে আসছে যা দেখে অভিভূত হয়েছেন সকলেই। পাশাপাশি আমাদের সমাজে তাঁদের ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সত্যই যেন বারে বারে প্রমাণিত হয়েছে।
কখনো নিজের জীবন বিপন্ন করে অন্যের জীবন বাঁচানো আবার কখনো ডিউটির ফাঁকে সময় বের করে শিক্ষকের ভূমিকা পালন, সমস্ত কিছুই দেখেছি আমরা। আর সেখানেই বারংবার সূচিত হয়েছে পুলিশকর্মীদের জয়গান। সেই রেশ বজায় রেখেই সম্প্রতি আরো একটি মন ভালো করা দৃশ্য সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে যে, কর্মব্যস্ততার ফাঁকেই বাঁশির সুরেলা সুরে সবাইকে মুগ্ধ করেছেন এক পুলিশকর্মী। এমনকি এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরালও হয়েছে নেটমাধ্যমে।
প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আমরা সকলেই নেটমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে সময় কাটাতে ভালোবাসি। যার ফলে খুব স্বাভাবিকভাবেই সেখানে থাকা ভাইরাল ভিডিওগুলিও চোখে পড়ে আমাদের। তবে সেই সব ভিডিওগুলির মধ্যেই এমন কিছু ভিডিও থাকে যেগুলো খুব সহজেই মন জয় করে নেয় আট থেকে আশি সকলেরই। বর্তমান ভিডিওটির ক্ষেত্রেও ঠিক সেই ছবিই পরিলক্ষিত হয়েছে।
কি দেখা গিয়েছে ভিডিওটিতে:
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একজন পুলিশকর্মী রাস্তার ওপরে একটি টুলে বসেই অত্যন্ত মনোযোগ দিয়ে ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত “বর্ডার” সিনেমার জনপ্রিয় গান “সন্দেশে আতি হ্যায়”-র সুরটি বাঁশির মাধ্যমেই বাজাচ্ছেন। আর তা শুনে মোহিত হয়ে গিয়েছেন সকলেই। এমনকি, সেই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, সেখানে উপস্থিত তাঁর অন্যান্য সহকর্মীরাও বেশ উপভোগ করছেন বাঁশির এই সুর। এমনকি, অনেকেই মোবাইলের মাধ্যমে রেকর্ডও করে রাখেন পুরো বিষয়টি।
মূলত, রাস্তার ওপরেই মোবাইল এবং একটি ব্লুটুথ স্পিকার রেখে বাঁশি বাজান ওই পুলিশকর্মী। আর অনবদ্যভাবে এই জনপ্রিয় গানটি উপস্থাপিত করেন তিনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, এই ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের পশ্চিম ওয়াডলায়। এদিকে, এই ভিডিওটিই তুমুলগতিতে এখন ভাইরাল হচ্ছে নেটমাধ্যমে।
Sunday Street at RAK MARG WADALA WEST#sundaystreets #sundaystreetswadala #wadala @sanjayp_1 @mumbaimatterz @MumbaiPolice @cycfiroza pic.twitter.com/iylAP6Ztt7
— Wadala Matunga Sion Forum (@WadalaForum) May 8, 2022
শুধু তাই নয়, ভিডিওটিতে পাল্লা দিয়ে বাড়ছে দর্শকসংখ্যা এবং লাইকও। ইতিমধ্যেই “Wadla Matunga Sion Forum”- নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। পাশাপাশি, এই মন ভালো করা ভিডিও দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। মূলত, সকলেই একবাক্যে ওই পুলিশকর্মীর এইরকম অনবদ্য উপস্থাপনা দেখে তাঁকে কুর্ণিশও জানিয়েছেন।