বাংলা হান্ট ডেস্ক: ক্লাস রুমে ছিলেন শিক্ষিকা। হঠাৎ এক পড়ুয়ার আবির্ভাব। পড়ুয়া তার প্রিয় শিক্ষিকার হাতে তুলি দিলেন একমুঠো কাগজ। সেই কাগজ মুড়েই খুদে পড়ুয়া নিয়ে এসেছে শিক্ষিকার জন্য উপহার। কারণ সেই কাগজের ভাঁজ খুলে সেই উপহারের মুহুর্তের ভিডিও-র মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। সঙ্গেই সেই ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে (Viral Video)। (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে নি বাংলা হান্ট)।
পড়ুয়ার বাবার উপহার খুলে শিক্ষিকা অবাক, ভাইরাল ভিডিও (Viral Video)
‘দিব্যাডিজে৭৬২’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা গিয়েছে যে, স্কুলের এক ছাত্রী তাঁর শিক্ষিকার হাতে কাগজ মুঠো করে ধরিয়ে দিচ্ছে।
View this post on Instagram
শিক্ষিকা কাগজের ভিতর কী রয়েছে সেই প্রশ্ন করায় সেই খুদে জানায় যে, তার বাবা সম্প্রতি মুম্বই গিয়েছিলেন। সেখান থেকে শিক্ষিকার জন্য উপহার এনেছেন তিনি। কাগজে মুড়েই সেই উপহার পাঠিয়েছেন শিক্ষিকাকে।

আরও পড়ুন: শীতের ইঙ্গিত স্পষ্ট! কলকাতায় ফের পারদপতন, কুয়াশার সতর্কতায় জেলাজুড়ে; আবহাওয়ার খবর
আর সেই কাগজের ভাঁজ খুলে দেখতে গিয়ে চমকে ওঠেন তরুণী শিক্ষিকা। কয়েকটি মিষ্টি রয়েছে সেই কাগজের মধ্যে। ভাইরাল হওয়া ভিডিওতে ছাত্রীটিকে বলতে শোনা যায়, মুম্বাইয়ের থেকে তার বাবা এই মিষ্টিগুলো নিয়ে এসেছে। তিনি তার প্রিয় শিক্ষিকার জন্য এই মিষ্টিগুলো স্কুলে এনেছে।
উত্তরপ্রদেশের এক সরকারি স্কুলের এই ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। পাশাপাশি ভিডিওটি দেখে নেটিজেনরা ভালোবাসার ভরিয়ে দিয়েছেন। একজন নেট নাগরিক লিখেছেন, দামি উপহারের চেয়ে এই উপহার অনেক বেশি মূল্যবান। পাশাপাশি এই ভিডিও সোশ্যাল মিডিয়া লক্ষাধিক ভিউজ পেয়েছে (Viral Video)।












