বাংলাহান্ট ডেস্কঃ ভাইরাল ভিডিও (Viral Video) ! এক মহিলা মহিলা ময়দা মাখতে মাখতে স্প্যানিশ ভাষায় কথা বলছেন। ময়দা মাখার পরে, তিনি এটি কাঠের প্যাস্ট্রি বোর্ডে রাখেন এবং একটি বেলনা দিয়ে বেলতে থাকেন। দুর্ভাগ্যক্রমে, প্যাস্ট্রি বোর্ড টেবিল থেকে সরে যায়। বেলতে বেলতে পিছলে গিয়ে সেই ময়দার লেচি পড়ে গিয়ে বেলনায় হাত লেগে গুঁড়ো ময়দার বাটি উলটে মহিলার মুখ সাদা হয়ে এক যাচ্ছেতাই কাণ্ড। বেকিং করতে গিয়ে ব্যর্থ হওয়ার এই ভিডিও শেয়ার করার পরেই ফেসবুকে ভাইরাল হয়েছে। মোট ৯ মিলিয়ন ভিউয়ের পাশাপাশি এটি ৫ লক্ষেরও বেশি বার ‘শেয়ার’ করা হয়েছে এবং ৭৬,০০০ এরও বেশি মন্তব্য করেছেন মানুষ।
https://www.facebook.com/andres.alegria.980967/videos/349731982672532/?t=4
বেকিং কিন্তু মোটেও সোজা সাপটা কাজ নয়। এই মহিলার অভিজ্ঞতাই তার প্রমাণ। বেকিং করার টিউটোরিয়াল দেখাতে গিয়ে সারা মুখে ময়দা উলটে যাচ্ছেতাই হাল হয়েছে তাঁর। চিলির সান্তিয়াগোর আন্ড্রেস (Andres of Santiago) পের্কু আলেগ্রিয়া (Percu Alegria) একজন মহিলার বেকিং প্রয়াসের একটি ভিডিও শেয়ার করেছেন। বেকিং করতে গিয়ে প্যাস্ট্রি বোর্ড উলটে নাজেহাল দশা হয়েছে এই মহিলার। ভিডিওটি গত বুধবার ফেসবুকে পোস্ট হওয়ার পরে ৯ মিলিয়নের বেশি ভিউ সংগ্রহ করেছে।
i've just made, what might possibly be, the world's most failed banana bread. if i had feral goats living in my backyard, i would hesitate to feed it to them.
i will not be taking any questions at this time. thank you for respecting my privacy.
— Hend Amry (@LibyaLiberty) April 12, 2020
ভিডিওটির ক্যাপশনে লেখা “রুটি তৈরির নতুন উপায়”। ভিডিওটি শেষ হচ্ছে ওই মহিলারই গলা দিয়ে, তাঁকে বলতে শোনা যায়, “কেউ ক্যামেরাটা বন্ধ কর প্লিজ!”
As failed as my bunnies? pic.twitter.com/I3U0XSGMBe
— Ketan Joshi (@KetanJ0) April 12, 2020
বেকিং করতে গিয়ে ব্যর্থ হওয়ার এই ভিডিও শেয়ার করার পরেই ফেসবুকে ভাইরাল হয়েছে। মোট ৯ মিলিয়ন ভিউয়ের পাশাপাশি এটি ৫ লক্ষেরও বেশি বার ‘শেয়ার’ করা হয়েছে এবং ৭৬,০০০ এরও বেশি মন্তব্য করেছেন মানুষ।
https://twitter.com/hooptylau/status/1249434907626983425
যখন সারা বিশ্বের কোটি কোটি মানুষ করোনাভাইরাস ছড়িয়ে পড়া রুখতে বাড়িতেই বন্দি ঠিক সেই সময়েই জনপ্রিয় শখ হিসাবে আবির্ভূত হয়েছে বেকিং। প্রচুর অন্যান্য ‘বেকিং হরর’ গল্প সোশ্যাল মিডিয়াকে প্লাবিত করেছে। সম্প্রতি, নিজের বেকিং ব্যর্থতা শেয়ার করে একটি টুইটার থ্রেড মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছিল।