চোখের পলকে বিনামূল্যে ট্যাঙ্ক ফুল করে ফেলল যুবক! ভাইরাল ভিডিও দেখে অবাক নেটিজেনরা

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে ট্যালেন্টের কোনো অভাব নেই। বরং, দেশের প্রতিটি প্রান্তেই এমন মানুষদের খোঁজ পাওয়া যায়। এমনকি কোনো কিছু তৈরি করার ক্ষেত্রেও প্রয়োজনীয় উপকরণ না পেলে তারা “জুগাড়”-এর মাধ্যমে তা সম্পন্ন করে ফেলেন। এমনকি এই সংক্রান্ত নানান ভিডিও ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেগুলি তুমুল ভাইরাল হয়েছে সেখানে।

সম্প্রতি, ঠিক সেইরকমই এক ভিডিও এবার সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে, এক অদ্ভুত ভাবে বাইকের ট্যাঙ্ক ফুল করে ফেলেছেন এক যুবক। এমনকি, তাঁর এই কাজের পদ্ধতি দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। পাশাপাশি, পাল্লা দিয়ে ভাইরাল হয়েছে ওই ভিডিওটি। এমনিতেই, বর্তমান সময়ে ক্রমবর্ধমান জ্বালানির দামের জন্য রীতিমতো নাজেহাল অবস্থা সকলের। এমনকি পেট্রোল-ডিজেল ভরাতে গেলেই পকেটে টান পড়েছে সাধারণ মানুষের। এমতাবস্থায়, ওই যুবক অভিনব ভাবে চলন্ত বাইকেই কার্যত ট্যাঙ্ক ফুল করে ফেলেছেন। আর সেই ভিডিওটিই এখন তোলপাড় করছে সোশ্যাল মিডিয়া।

উল্লেখ্য যে, বর্তমানে কাজের ফাঁকেই হোক কিংবা অবসর সময়, সুযোগ পেলেই আমরা চোখ রাখি ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মগুলিতে পাওয়া যায় নিত্য-নতুন ভাইরাল হওয়া ভিডিওর ভিড়। মনোরঞ্জনের জন্য যেগুলি দেখতে পছন্দ করেন আট থেকে আশি সকলেই। এমতাবস্থায়, এই ভিডিওটি দেখেও হাসির রোল উঠেছে নেটাগরিকদের মধ্যে।

কি দেখা গিয়েছে ভিডিওটিতে?
সম্প্রতি ভাইরাল হওয়া ঐ ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একজন যুবক একটি বাইক চালাচ্ছিলেন। সেই সময়েই ফুয়েল মিটারে দেখা যায় যে বাইকটিতে পেট্রোল শেষের পর্যায়ে পৌঁছেছে। কিন্তু সেই সময়ই ওই যুবক এমন এক কাজ করে ফেলেন যে সঙ্গে সঙ্গে ফুয়েল মিটারটি দেখাতে থাকে ট্যাঙ্ক ফুল হয়ে গিয়েছে। মূলত, ওই যুবক বাইক চালাতে চালাতেই ফুয়েল মিটারের ঢাকনাটি খুলে হাত দিয়ে সেটিকে ঘুরিয়ে দেন। যার ফলে কাঁটাটি দেখাতে থাকে যে বাইকটিতে পেট্রোল ভরা রয়েছে। আর এভাবেই ট্যাঙ্ক ফুল করে ফেলেন তিনি।

একেবারে মজার ছলেই এই কাজটি করেন ওই যুবক। যেটির ভিডিও রেকর্ড করা হয়। পরবর্তীকালে এই ভিডিওটিই পোস্ট করা হয় ইনস্টাগ্রামে। তারপর দ্রুত গতিতে ভাইরাল হতে থাকে এটি। পাশাপাশি ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন কয়েক হাজার ব্যবহারকারী। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লাইকের সংখ্যাও। এখনও পর্যন্ত ১০ হাজারেরও বেশি জন লাইক করেছেন এটি। এছাড়াও ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে যে, এটাই বাইকে তেল ভরার একমাত্র নিয়ম।

এমতাবস্থায়, ভিডিওটির পরিপ্রেক্ষিতে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। দুর্মূল্যের বাজারে ওই যুবক যেভাবে বাইকের ট্যাঙ্ক ফুল করে ফেললেন তা দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। পাশাপাশি অনেকেই কমেন্ট করে জানিয়েছেন, ওই বাইকটি জানে না যে তার সাথে কত বড় ধোঁকা হয়ে গেল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর