বাংলা হান্ট ডেস্ক :মাছ খেতে কে না ভালোবাসেন, বাঙালীদের দুপুরের পাতে এক পিস মাছ না থাকলে যেন খাবার অসম্পূর্ণ থাকে। তবে মঙ্গলবার যদি আপনি কানপুরে থাকতেন তাহলে তো আপনার ক্ষেত্রে পৌষ মাস। গতকাল কাণপুরে একটি মাছ ভর্তি ট্রাক উল্টে যাওয়ায় টন টন মাছ রাস্তায় পড়ে যায়। আর সেই মাছ তড়িঘড়ি ঘরে তুলতে মরিয়া হয়ে যায় আরমাপুর এলাকাবাসীরা।ট্রাক ড্রাইভারকে সাহায্য করার পরিবর্তে মাছ গেলে ঘরে নিয়ে যেতে বালতি ও ব্যাগ নিয়ে ঘটনাস্থলে ছুটে যাওয়ার তাড়াহুড়ো লেগে যায়।12 নভেম্বরে ঘটনাটি কানপুরে ছোটো অস্ত্র কারখানার কাছে ঘটনাটি ঘটেছে। টুইটারে ভিডিও প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায়।
कानपुर के अर्मापुर में मछली से लदा ट्रक पलट गया,मछली लूट में जनता ने जाम लगा दिया ,पुलिस ने खदेड़ा !! pic.twitter.com/1cq7ROWTVU
— Gaurav Singh Sengar (@sengarlive) November 12, 2019
যদিও ওড়িশার সম্বলপুরে জেলায় হাঁস মুরগী বোঝাই একটি বহনকারী ট্রাক উল্টে গিয়েছিল। মুরগী হাঁস গুলিকে উদ্ধারের বদলে ব্যাগ ভরে হাঁস ও মুরগীগুলিকে বাড়ি নিয়ে যেতে ব্যস্ত হয়ে যায় স্থানীয়রা। কুচিন্দের তেন্ডাকুডরের এই ঘটনা ঘটেছিল।