পৃথিবীতে এলিয়েন! হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে ভাইরাল হওয়া ভিডিও কি UFO -এর? তুঙ্গে চর্চা

Published On:

viral video : UFO এবং এলিয়েন (alien) ঘিরে জোর চর্চা শুরু হয়েছে বছরের শুরুতেই।  হাওয়াই (hawaii) দ্বীপপুঞ্জ এ দেখতে পাওয়া নীল আলো ছড়ানো আকাশ যানের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। নীল রঙের আলো ছড়ানো এই যান UFO কিনা তা নিয়ে জোর চর্চায় মেতেছে নেট পাড়া।

আমাদের গ্রহের বাইরে কি আদেও প্রান আছে ? থাকলেও কি তারা আমাদের থেকে উন্নত? এই বিষয়ে মানুষের আগ্রহ সুদুর অতীত থেকেই। অনেকেই মনে করেন পৃথিবীর সভ্যতা আধুনিক হয়েছে এলিয়েনদের দাক্ষিন্যেই। তাদেরই একটি দলের মত মায়া, ইনকা এমনকি ইজিপ্সিয়ান সভ্যতাও নাকি এলিয়েনদের ছোঁয়ায় আধুনিক হয়েছিল। প্রাচীন মানুষেরা যাকে দেবতা বা দেব দূত বলে মনে করতেন তারা আসলে সকলেই এলিয়েন। অতীত কাল থেকে আজও তারা গোপনে আসেন পৃথিবীতে।

হাওয়াই দ্বীপপুঞ্জের বিভিন্ন অংশ থেকে এই রহস্যময় আকাশযানের সাক্ষী থেকেছে অধিবাসীরা। কিছুক্ষণের মধ্যেই অবশ্য যানটি সমুদ্রের মাঝে মিলিয়ে যায়। জানা যাচ্ছে,  ওয়াহু দ্বীপ থেকে ২৯ ডিসেম্বর রাত সাড়ে আটটা থেকে এই রহস্যময় বস্তুর দেখা মেলে। রহস্যময় বস্তুটি যে কোনো বিমান নয় তা নিশ্চিত করেছে FAA।

এর আগে, মেক্সিকোর নিউজ ওয়েবসাইট SOTT জানিয়েছিল যে,এক রহস্যময় উড়ন্ত বস্তু দেখা গেছে  মেক্সিকোর অতি সক্রিয় পোপোকেটাপেটল আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময়। সাদা রঙের রহস্যময় এই বস্তুটি ভিনগ্রহীদের মহাকাশযান মনে করছেন অনেকেই।
পাশাপাশি অনেকে আবার এটিকে ধুমকেতু কিংবা উল্কা বলেও দাবি করেছেন। আবার কারও মতে, এটা কোনও বিমান বা উপগ্রহও হতে পারে।

 

পাকিস্তানের লাহোরের আকাশে এক রহস্যময় কালো রিং  দেখা গেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথেই লোকেরা বিভিন্ন অনুমান করা শুরু করে। কেউ কেউ এটিকে একটি বিদেশী আক্রমণ হিসাবে ঘোষণা করলেও অনেকেই এর নাম দিয়েছিলেন “অশুভ মেঘ”।

সম্পর্কিত খবর

X