দেবের হাত ধরে নাচ ঊষা উত্থুপের, ভাইরাল ভিডিও মন কাড়ছে নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক : সিনেপ্রেমীদের জন্য আনন্দ সংবাদ। পুজোয় মুক্তি পেতে চলেছে দেবের পরবর্তী ছবি “কছের মানুষ।” তার আগেই মুক্তি পেল “কাছের মানুষ” ছবির প্রথম গান “চুম্বক মন।” চির সবুজ গায়িকা ঊষা উত্থুপ নিজের গলায় গেয়েছেন এই গান। শুক্রবার এই ছবির প্রথম গান মুক্তি পেল পার্কস্ট্রীটের এক পানশালায়।

দেব যখন ছবির প্রযোজক হিসাবে অবতীর্ণ হন তখন তার ছবিতে থাকে এক ঝাঁক নতুন চমক। “মনের মানুষের” বেলাতেও তার অন্যথা হলো না। ছবির প্রমোশনের জন্য কোন খামতি রাখছেন না প্রযোজক দেব। সোশ্যাল মিডিয়া থেকে কলকাতার রাজপথ, সব জায়গাতেই দেব হয়ে উঠছেন আমজনতার “কাছের মানুষ।” এবারে ছবির গান লঞ্চের ইভেন্টও একেবারে জমজমাট করে রাখলেন ছবির কলাকুশলী থেকে অন্যান্য সদস্যরা। গান লঞ্চের এই ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল পার্কস্ট্রির ঐতিহ্যবাহী ট্রিঙ্কাস পানশালায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব, ইশা সাহা,ঊষা উত্থুপ সহ মিউজিক ডিরেক্টর নীলায়ন চট্টোপাধ্যায়।

‘ট্রিঙ্কাস’ এ এসে আবেগ তাড়িত হয়ে পড়লেন বর্ষিয়ান গায়িকা ঊষা উত্থুপ। নিজের গলায় যেমন গাইলেন গান তেমনি দেবের অনুরোধে তার সাথে মেলালেন পা। দেবের হাত ধরে স্টেজে বল ডান্স করলেন সবার প্রিয় ঊষা দিদি। “কাছের মানুষে” ছবির গানের সুরে ঠোঁট মেলালেন দেব ও ইশা।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

“কাছের মানুষ” ছবির মিউজিক লঞ্চের অনুষ্ঠানে কাছে এলেন নবীন ও প্রবীণ প্রজন্মের শিল্পীরা। সব মিলিয়ে একেবারে জমজমাট হয়ে উঠলো শুক্রবারের এই সন্ধ্যে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর