‘সবচেয়ে বড় পাপ্পু’, অমিত শাহের কার্টুন ছেপে টি-শার্ট এলো বাজারে, নয়া স্ট্র্যাটেজি তৃণমূলের

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল ইডি (ED) জিজ্ঞাসাবাদ পর্ব সেরে বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) বেনজির আক্রমণ করে বসেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেক জানান, “দেশের সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ।” ইতিমধ্যেই এই বক্তব্যটিকে টি-শার্টের মধ্যে ছেপে প্রচার শুরু করে দিয়েছে অভিষেক-ঘনিষ্ঠরা আর এবার পুজোর মধ্যেই উক্ত টি-শার্টটি গোটা বাংলায় ছড়িয়ে পড়বে বলেই দাবি তৃণমূলের।

আর চার সপ্তাহ পরে দুর্গাপুজো আর তার মধ্যেই অভিষেকের বক্তব্যকে টি-শার্টের মধ্যে ছেপে গোটা বাংলায় ছড়িয়ে দিতে চাইছে তৃণমূল কংগ্রেসের ছাত্র এবং যুব সদস্যরা; যার প্রধান বিষয় হতে চলেছে ‘দেশের সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ’।

সাম্প্রতিক সময়ে গোটা বাংলা জুড়ে একের পর এক দুর্নীতি মামলা সামনে এসে চলেছে। এক্ষেত্রে দুর্নীতি মামলায় সিবিআই এবং ইডির তৎপরতা নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছে তৃণমূল শিবির। সিবিআই এবং ইডির তদন্তের পিছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলেই দাবি করে আসছে তৃণমূল নেতা-মন্ত্রীরা। আর এর মাঝে গতকাল কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি।

দীর্ঘ ছয় ঘন্টা জেরা পর্ব শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির দ্বারা বিরোধীদের এক নেতাকে পাপ্পু বলে সম্বোধন করা হয়। তবে আসল সত্যটা হলো, অমিত শাহ নিজেই সবচেয়ে বড় পাপ্পু। কারণ, ও বিরোধী শূন্য ফাঁকা মাঠেই কেবল গোল করতে চায়। আপনার যদি ক্ষমতা থাকে, তাহলে ময়দানে নামুন। ইডি ও সিবিআইকে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা ওদের স্বভাব হয়ে গিয়েছে। আপনার যদি ক্ষমতা থাকে, আমাকে গ্রেফতার করুন।”

amit shah 1 4

উল্লেখ্য, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এহেন বক্তব্যের পরই তা কেন্দ্র করে একটি টি শার্ট তৈরি করা শুরু করে দেয় তৃণমূল কর্মীরা। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এহেন বেশ কয়েকটি টি-শার্টের ছবিও ধরা পড়েছে, যেখানে ‘ইন্ডিয়াস বিগেস্ট পাপ্পু’ লেখার সঙ্গে অমিত শাহের একটি কার্টুন ফেসও ব্যবহার করা হয়েছে। সূত্রের খবর, পুজোর মধ্যে এই টি-শার্টগুলি সকল তৃণমূল কর্মীদের মধ্যে পৌঁছে দেওয়া হবে। যদিও সরকারের তরফ থেকে কোনরকম ঘোষণা করা হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে, আগামী পুজোয় বিজেপির বিরুদ্ধে এটাই তৃণমূলের প্রচারি অস্ত্র হতে চলেছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর