সন্তানকে বাঁচাতে গলা অবধি জলে ডুবে নবদম্পতি, তারপর যা হল…ভাইরাল ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের

Published on:

Published on:

Viral Video Uttar Pradesh devastated by continuous rains couple unite to save their child video goes public

বাংলা হান্ট ডেস্ক: চলছে উত্তরপ্রদেশে অবিরাম বৃষ্টি। যার ফলে ফুঁসছে গঙ্গা যমুনার জল।   আর এই জলে প্লাবিত ওই রাজ্যের বেশ কয়েকটি নদী। এর ফলে অবস্থা সঙ্গীন। এছাড়াও বন্যার জলে প্লাবিত হয়ে বিপদ সীমার ওপর দিয়ে যাচ্ছে। প্রাণ বাঁচাতে এক গলা জল পেরিয়ে আস্তানা খুঁজছে ওই এলাকার বাসিন্দারা। আর সেরকমই একটি ভিডিও  সম্প্রতি ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়া (Social Media)। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক দম্পতি নবজাতককে মাথায় তুলে গলা পর্যন্ত জলের মধ্যে দিয়ে রাস্তা পার হচ্ছেন। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। (ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)

সন্তানকে বাঁচাতে গলা জলে ডুবে রইলন মা-বাবা, ভাইরাল ভিডিও (Viral Video)

কথায় বলে সন্তানদের জন্য তার মা- বাবা সবকিছু করতে পারে। প্রয়োজন পড়লে জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না। সম্প্রতি একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল(Viral Video)। ভিডিওতে দেখা যাচ্ছে, গলা পর্যন্ত জলে ডুবে। চারিদিকে অথৈ জল। বাড়ি,ঘর,দোকানপাট সমস্ত কিছুই জলের তলায়। এহেন অবস্থায় মাথায় করে সন্তানকে নিরাপদ জায়গায় পৌঁছে দিতে জীবনের ঝুঁকি নিলেন এক দম্পতি। দম্পতির এই হৃদয়স্পর্শী ভিডিও সম্প্রতি নেট মাধ্যমে ঝড় তোলে।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েথছ, গত শনিবার প্রয়াগ রাজের ছোট বাঘারা এলাকার বাসিন্দারা ঘুম থেকে উঠে দেখেন তাদের বাড়ি জলমগ্ন হয়ে রয়েছে। পাশাপাশি রাস্তাঘাটে ডুবে গেছে। ওই অবস্থায় অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য উচ্চস্থানে যাওয়ার চেষ্টা করছিলেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, জমা জলে নবজাতক ও স্ত্রীকে নিয়ে নিরাপদ স্থানে প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। এছাড়া তিনি কোন সাহায্য না পেয়ে কাপড়ে মোড়া সদ্যজাতককে মাথায় তুলে জল ভেঙে যাচ্ছেন তারা। তার কাঁধে ধরে ভারসাম্য বজায় রাখছেন স্ত্রী।

Viral Video Uttar Pradesh devastated by continuous rains couple unite to save their child video goes public

আরও পড়ুন: বর্ষায় মাথার তৈলাক্ত স্ক্যাল্পের সমস্যায় হয়রান! ঘরোয়া এই টোটকায় পাবেন চিপ চিপ থেকে মুক্তি, জানুন টিপস

এই ভিডিওটি,অন্নু ট্যান্ডন উন্নাও নামক এক ইউজার এক্স হ্যান্ডলের অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন। সেই ভিডিও (Video) মুহূর্তের মধ্যে ভাইরাল (Viral) হয়ে যায়। বহু মানুষ সেই ভিডিওটি দেখেন। ভাইরাল হওয়া ভিডিও দেখে বহু নেটিজেন ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি অনেকে ওই দম্পতিকে এইভাবে বিপদে ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেন। কারণ জলের মধ্যে যদি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় তাহলে ভয়াবহ বিপদের মুখে পড়তে পারতেন তারা সকলেই।

এছাড়াও গত ২৪ ঘন্টায়, যমুনার জল আরও বেড়েছে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।