বিহারে ট্রেন থামিয়ে অভুক্ত শ্রমিকদের খেতে দিলেন সাধারণ মানুষ, ভাইরাল ভিডিও দেখে আনন্দে চোখে জল নেটপাড়ার

বাংলাহান্ট ডেস্কঃ বিহারের (bihar) বেগুসরাইতে শ্রমিক স্পেশাল ট্রেন থামিয়ে শ্রমিকদের খাবার দিতে এগিয়ে এল সাধারন মানুষ। ভিডিওটি (video) টুইটারে শেয়ার করেছেন মিজোরামের (mixoram) মুখ্যমন্ত্রী জোরামথং। শেয়ার হতেই ভাইরাল (viral) হয়ে যায় ভিডিওটি। বিহারের মানুষের এই উদ্যোগকে কুর্নিশ করছেন নেটাগরিকেরা।

লকডাউনে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পরিযায়ী শ্রমিকরা। প্রায় প্রত্যেকেই হারিয়েছেন কাজ, নেই খাবার ও মাথার ওপর ছাদও। এই অবস্থায় দিনের পর দিন অভুক্ত অবস্থায় বাড়ির দিকে যাত্রা করছেন শ্রমিকেরা। কেউবা হাঁটতে হাঁটতে আলিঙ্গন করছেন মৃত্যুকে, খিদের জ্বালায় কাউকে খেতে হচ্ছে কুকুরের মাংস ; দেশ জুড়ে লকডাউনে খেটে খাওয়া মানুষদের চিত্রটা এমনই। দেশের প্রতি প্রান্ত থেকে প্রতিদিন এমনই হাজার হাজার ছবি ও খবর উঠে আসছে।

IMG 20200601 WA0019

 

এবার শ্রমিকদের পাশে দাঁড়ালেন আমজনতা। বিহারের ৩০ সেকেন্ডের এই ক্লিপটি সম্ভবত মোবাইল ফোনে রেকর্ড করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একদল গ্রামবাসী খাবারের প্যাকেট নিয়ে ট্রেনের দিকে ছুটে চলেছে। তিন যুবককে ট্রেনের একটি জানালা থেকে যাত্রীর হাতে খাবার দিতেও দেখা যায়। ভিডিও দেখে চোখে জল নেটপাড়ার, একজন নেটাগরিক মন্তব্য করেছেন “আনন্দের অশ্রু! এটি ভারতের চেতনা “।

এর আগে মিজোরামের মুখ্যমন্ত্রী বন্যাকবলিত আসাম থেকে বেঙ্গালুরুগামী ট্রেনের একটি ভিডিও টুইট করেছিলেন। যেখানে মিজোরামের বাসিন্দারা জানালাগুলি থেকে খাবারের প্যাকেট দিয়ে স্থানীয়দের সহায়তার চেষ্টা করেছিল।

 


সম্পর্কিত খবর