প্রধানমন্ত্রীর পা ছুঁতে গিয়েছিলেন এক বিজেপি কর্মী, তাকে থামিয়ে নিজেই প্রণাম করলেন মোদী

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন চলছে। সব রাজনৈতিক দলের নেতারা সভা-সমাবেশ করছেন। সেই ক্রমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সন্ধ্যায় বিজেপির প্রচার করতে ইউপির উন্নাও পৌঁছন, সেখানে একজন কর্মী প্রধানমন্ত্রী মোদীর পা ছুঁয়েছিলেন।

বিজেপি নেতা এবং হরিয়ানার ইনচার্জ অরুণ যাদব সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে সেই কর্মী যখন প্রধানমন্ত্রী মোদীর পা স্পর্শ করেন, তখন প্রধানমন্ত্রী মোদী প্রথমে কর্মীকে থামান এবং পরে তিনি নিজেই সেই কর্মীর পা স্পর্শ করেন।

অরুণ যাদব টুইট করে লিখেছেন, ‘কেবল মোদীই একজন কর্মীর পা ছুঁতে পারেন। কারণ, যে ব্যক্তি শ্রীরামের মূর্তি দিয়েছেন, তিনি তাকে নিজের পা স্পর্শ করতে দিতে পারেন না। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই কর্মী প্রথমে ভগবান শ্রী রামের মূর্তি পিএম মোদীর হাতে তুলে দেন এবং এরপর তিনি প্রধানমন্ত্রীর পা স্পর্শ করতে যান। যদিও প্রধানমন্ত্রী তা হতে দেন নি।

https://twitter.com/beingarun28/status/1495374041242169345?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1495374041242169345%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fhindi%2Findia%2Fwhen-a-bjp-worker-touched-pm-modi-feet-then-he-also-touched-his-feet%2F1103737

উন্নাওয়ের সমাবেশে প্রধানমন্ত্রী মোদী বলেন, একটা সময় ছিল যখন সপ্তাহে সপ্তাহে দেশে ধারাবাহিক বিস্ফোরণ ঘটত। আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলাম, আহমেদাবাদেও ধারাবাহিক বোমা বিস্ফোরণ হয়েছিল। সেদিনের কথা আমি কখনো ভুলতে পারবো না। সেদিনই আমি সংকল্প করেছিলাম যে, আমার সরকার পাতাল থেকে এই সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তি দেবে।

তিনি বলেন, করোনার সঙ্কটের সময়ে আমরা রাস্তার বিক্রেতা, ঠেলা গাড়ি, ছোট ব্যবসায়ীদের সাথে পাশে দাঁড়িয়েছিলাম। PM স্বনিধি যোজনার অধীনে উত্তরপ্রদেশের প্রায় সাড়ে 8 লক্ষ রাস্তার বিক্রেতা, ঠেলা গাড়ি, ছোট ব্যবসায়ী বন্ধুদের জন্য স্বল্প সুদে ব্যাঙ্কগুলি থেকে ঋণ মঞ্জুর করা হয়েছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর