বাংলাহান্ট ডেস্কঃ সামাজিক মাধ্যমের দৌলতে এই মুহুর্তে সমাজের সব শ্রেনীর মানুষই নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছেন। আর সেই ভাইরাল (viral) ভিডিও এর জেরেই অনেকেই এই মুহুর্তে সেই প্রতিভার জোরেই নেট পাড়ার চর্চায়। বস্তুত বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়।
এবার সামাজিক মাধ্যমের দৌলতে নেট পাড়ার মন জয় করলেন এক নির্মাণ শ্রমিক। কর্মস্থলেই তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে৷ যা দেখে অনেকেরই মনে পড়ছে নাচের জগতের অন্যতম কিংবদন্তি মাইকেল জ্যাকসনের কথা। আবার অনেকেই বলছেন তার নাচ মাইকেল জ্যাকসনকেও টেক্কা দেবার ক্ষমতা রাখে।
চীনের নির্মাণ শ্রমিকের এই ভিডিওটি টুইটারে শেয়ার হওয়ার পর থেকেই চরম ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ২.৪ মিলিয়ন লোক দেখে ফেলেছে৷ শেয়ারও হয়েছে কয়েক লাখ। কমেন্ট বক্সে উঠেছে লাইক কমেন্টের বন্যা।
Michael Jackson reincarnated on a Hubei construction site: pic.twitter.com/0eHxd5bj8D
— Bill Birtles (@billbirtles) July 3, 2020
This guy is a MUCH better mover than Michael Jackson!
Wonder if he can sing?
Regardless, he deserves a good agent and recording contract
They can always over dub and have him mime songs as has been the case too often before 😉
— Number8Wire (@Brett_over_it) July 3, 2020
https://twitter.com/sucette__/status/1279191762502893572?s=19
এর আগে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এক ১৩ – ১৪ বছরের কিশোরকে দেখা যায় যাত্রী বোঝাই একটি নৌকা বাইতে। বৈঠা হাতেই সে ” বন্ধু মায়া লাগাইছে / পিরিতি শিখাইছে ” গানটি শুরু করে। সম্ভবত সেই গানটি ভিডিও করে নৌকারই কোনো যাত্রী। পরে তিনি সামাজিক মাধ্যমে ভিডিওটি ছেড়ে দিলে তুমুল গতিতে ভাইরাল হয়।
ইতিমধ্যেই মঈনুদ্দিন নামের এই অখ্যাত কিশোরের গানের ভক্ত নেট পাড়া। একজন নেটিজেন ভিডিওটি শেয়ার করে দাবি করেছেন, তিনি অন্তত ৪০ বার ভাইরাল ভিডিওটি দেখেছেন, প্রতিবারই তিনি মুগ্ধ হয়েছেন। দেখে নিন ভাইরাল ভিডিওটি।
https://www.facebook.com/100034552699409/posts/313515303143557/?sfnsn=wiwspwa&extid=PDjO7RH1RLxIGrDk&d=w&vh=i