বিশ্বের সবথেকে বড় জাতীয় পতাকা উঠল ‘লেহ”তে, গর্বের ক্ষণের ভিডিও ভাইরাল

বাংলা হান্ট ডেস্কঃ মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীতে বিশেষ উপহার হাসিল করার তালিকায় লাক্ষাদ্বীপের পর লেহ-র নামও জুড়ল। লেহ-তে খাদি দিয়ে তৈরি বিশ্বের সবথেকে বড় জাতীয় পতাকার উদ্বোধন করা হয়। গোটা দেশজুড়ে আজ মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী পালিত হচ্ছে। রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজঘাটে গিয়ে বাপুকে শ্রদ্ধাঞ্জলি দেন।

লাদাখের লেফটিন্যান্ট গভর্নর আরকে মাথুর শনিবার কেন্দ্র শাসিত প্রদেশে খাদির তৈরি তেরঙ্গার উন্মোচন করেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই জাতীয় পতাকা ২২৫ ফুল দীর্ঘ আর ১৫০ ফুট চওড়া। পতাকার মোট ওজন ১ হাজার কেজি বলে জানা গিয়েছে। দুই দিনের লাদাখ সফরে যাওয়া সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবনেও এই অনুষ্ঠানে অংশ নেন। এছাড়াও অনেক সেনা আধিকারিক এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

   

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয় এই অবসরকে ভারতের জন্য গর্বের ক্ষণ বলে আখ্যা দেন। উনি ট্যুইট করে লেখেন, ‘এটা ভারতের জন্য গর্বের সময়, কারণ গান্ধী জয়ন্তীর অবসরে বিশ্বের সবথেকে বড় এবং খাদি দিয়ে তৈরি তিরঙ্গার উন্মোচন হল। আমি এই কাজকে স্যালুট জানাই।”

অন্যদিকে কেন্দ্র শাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে মহাত্মা গান্ধীর প্রথম মূর্তির উন্মোচন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রশাসনের তরফ থেকে বয়ান জারি করে বলা হয়েছে যে, ভারতের স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দেওয়া আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে লাক্ষাদ্বীপে উন্মোচন হওয়া এটাই প্রথম গান্ধী মূর্তি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর