গর্বের দিন! চোখ বেঁধে স্কেটিং করে বিশ্বরেকর্ড ভারতের মেয়ের, ভিডিও ভাইরাল

Last Updated:

viral video : চোখ বেঁধে স্কেটিং! অবিশ্বাস্য কাজ করেই বিশ্বের দ্রুততম মহিলা স্কেটার হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে নিল ভারতের মেয়ে। ১ মিনিটের চেয়েও ৮ সেকেন্ড কম সময় নিয়ে ৪০০ মিটার চোখ বেঁধে স্কেটিং করল কর্ণাটকের ১৪ বছর বয়সি ওজাল সুনীল নালাভাদি। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এই ভিডিও পোস্ট করতেই তুমুল ভাইরাল হয়ে যায় তা।

জানা যাচ্ছে, বিচারকেরা তাকে ৪০০ মিটার পার করতে সময় দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের ৮ সেকেন্ডেরও আগে মাত্র ৫১.‌২৫ সেকেণ্ডে ৪০০ মিটার পার করে ফেলে এই ভারতীয় কিশোরী। পুরো রাস্তাতেই তার চোখ ছিল কালো কাপড়ে বাঁধা।

ভিডিওটি পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। নেটপাড়ায় উপচে পড়েছে প্রশংসার বন্যা। অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছে। আবার অনেকেই লিখেছেন খুব শীঘ্রই সারা বিশ্বে সব চেয়ে বেশি বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসধারীর তালিকায় শীর্ষে থাকবে ভারত।

কর্ণাটকের ১৪ বছর বয়সি ওজাল সুনীল নালাভাদির এই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস টি ছাড়াও এশিয়া বুক অব রেকর্ডস ও ইন্ডিয়া বুক অব রেকর্ডসেও নাম রয়েছে।

 

Instagram-এ এই পোস্টটি দেখুন

 

Fastest 400 m on roller skates blindfolded (female) ⏱️ 51.25 sec by Ojal Sunil Nalavadi 🇮🇳 #gwrday #rollerskating

-এ Guinness World Records (@guinnessworldrecords) -এর দ্বারা একটি পোস্ট শেয়ার করা হয়েছে

X