বাংলা হান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিও ভাইরাল (viral video) হলে রাতারাতি জনপ্রিয় হয়ে যান অনেকেই। আর এই জনপ্রিয়তার জন্য অনেকেই জীবনের ঝুঁকি নিতে দুবার ভাবেন না। কখনো চলন্ত ট্রেন থেকে সেলফি, কখনো বা উঁচু বাড়ির কার্ণিশে সাইকেল চালানো, নেট দুনিয়ায় ভাইরাল হতে বার বার জীবনের ঝুঁকি নেয় যুবসমাজ। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওটিতে দেখা যায় এক গভীর সমুদ্রে নৌকা নিয়ে ভেসে বেড়াচ্ছে একাধিক যুবক। অসাধারণ সুন্দর সেই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই নৌকার পাশেই ভেসে বেড়াতে দেখা যায় কয়েকটি বিশাল হাঙরকে। এক যুবক সেই হাঙরের পিঠে চেপে বসার চেষ্টা করে।
প্রথম দফায় একটি হাঙরের পিঠে চাপতে সে অসফল হলেও দ্বিতীয় বার অন্য একটি হাঙর নৌকার কাছাকাছি এলে সে ঝাঁপিয়ে পড়ে তার পিঠে। তারপর হাঙরের পিঠের পাখনা (ফিন) ধরে চেপে বসে। হাঙরটি তাকে বেশ কিছুটা নিয়ে যায়। যা দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠে ঐ যুবকের বন্ধুরা।
ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায়। আল মদিনা নিউজ নামের এক ভেরিফায়েড টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে এই ভিডিওটি। ইতিমধ্যেই প্রায় দুই মিলিয়ন নেট জনতা দেখে ফেলেছে সেই রুদ্ধ শ্বাস ভিডিও। হাজারের বেশি বার রি টুইট করেছে নেটাগরিকরা। প্রায় দেড় হাজারের বেশি মানুষের পছন্দ হয়েছে এই ভিডিও। আপনিও দেখে নিন নেট পাড়ায় তুমুল ভাইরাল হওয়া ভিডিও টি
شاهد عدد من شباب #ينبع
زاكي الصبحي
بادر الكبيدي
ياسر الرفاعييسبحون مع حوت او قرش #البهلوان
الذي يعتمد في غذائه على العوالق البحريةسالم السناني – ينبع
— صحيفة المدينة (@Almadinanews) August 16, 2020