কুকুরের কামড়ের ৬ মাস পর ‘ঘেউ ঘেউ’ শুরু করলেন যুবক! কটকের ঘটনার ভিডিও ভাইরাল

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কুকুরের কামড়ের (Dog Bite) ফলে হাইড্রোফোবিয়া বা জলের ভয় হয় । লক্ষণগুলির মধ্যে রয়েছে ল্যারিনগোস্পাজম, যাতে রোগী কুকুরের মত চিৎকার শুরু করে। এক ব্যক্তি কুকুরের কামড়ের ছয় মাস পর মঙ্গলবার কুকুরের মতো শব্দ করতে শুরু করেন। ঘটনাটি কটকের আঠাগড় পুলিশ সীমানার অন্তর্গত উদেপুর গ্রামের। যুবকের এই কুকুরের স্বরে চিৎকার এখন রীতিমত ভাইরাল সোশ্যাল মাধ্যমে।

সূত্রের খবর অনুসারে,এই ব্যক্তির নাম রাজেশ বেউরা। তাকে ৬ মাস আগে কুকুর কামড়ায়। এরপর তার যথাযথ চিকিৎসা হয়নি। দীর্ঘ ৬ মাস পর হঠাৎ করেই ১লা নভেম্বর কুকুরের মতো ‘হাৎকার’ শুরু করেন ওই ব্যক্তি। পরে তার পরিবারের সদস্যরা তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কটকের এসসিবি মেডিকেল হাসপাতাল অ্যান্ড কলেজে স্থানান্তরিত করা হয়।

চিকিৎসকদের মতে, কুকুরের কামড় হাইড্রোফোবিয়া বা জলের ভয়ের কারণ হয়। লক্ষণগুলির মধ্যে রয়েছে ল্যারিনগোস্পাজম যাতে রোগী কুকুরের মত চিৎকার শুরু করে। শুধু তাই নয়, অল্প সময়ের মধ্যে ভাইরাসটি মস্তিষ্কে ছড়িয়ে পড়ে এনসেফালাইটিস সৃষ্টি করে এবং এর পরেই মৃত্যু ঘটে।

স্বাস্থ্য বিশেষজ্ঞ সামি সেলিম বলেছেন, ভিডিও থেকে, লক্ষণগুলি স্পষ্টতই জলাতঙ্কের। এটি কুকুর-কামড়ের ইতিহাসযুক্ত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। তারপর রোগীরা হাইড্রোফোবিক হয়ে পড়েন। তারা জল সহ্য করতে পারে না, এমনকি এর শব্দও নয়। তারপরে, রোগীর ল্যারিনগোস্পাজম হয়। এটাকে আমরা কুকুরের ঘেউ ঘেউ বলতে পারি না। গলায় খিঁচুনি হওয়ার কারণে রোগীরা কান্নার শব্দ করে, যা কুকুরের ঘেউ ঘেউ বলে মনে হয়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X