ধাওয়ান বাদ, সাংবাদিক বৈঠকে দুই ওপেনারের নাম ঘোষণা করলেন অধিনায়ক কোহলি

বাংলা হান্ট ডেস্কঃ আজ থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ (India vs England T20 Series)। আজ গুজরাটের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টিটোয়েন্টি ম্যাচে মুখোমুখি হতে চলেছে এই দুই দল। টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে বেশ চিন্তায় ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট সহ অধিনায়ক বিরাট কোহলি। কারণ এই মুহূর্তে ভারতীয় দলে রয়েছে একটা সুস্থ প্রতিযোগিতা। প্রত্যেক ক্রিকেটারই রয়েছে দুর্দান্ত ফর্মে। তাই কাকে ছেড়ে কাকে প্রথম একাদশে রাখা হবে এই নিয়ে চিন্তায় ছিলেন অধিনায়ক বিরাট কোহলি।

n255838306423b576a94e88c681c3781da61565abf66dde8c2aa81e133bdfec1958b4e2861 1

তবে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এসে সেই চিন্তা থেকে কিছুটা হলেও মুক্তি পেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এইদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরাট জানিয়ে দিলেন টি-টোয়েন্টি সিরিজ ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে কে এল রাহুলকেই রাখছে টিম ম্যানেজমেন্ট। এক্ষেত্রে বাদ পড়বেন ভারতীয় দলের সিনিয়র ওপেনার শিখর ধাওয়ান।

n260666202b7aa8c0bddd5d9dd0d14387e7123bb38a3d72dc6f8eeaeef9f9b5f8741f7887b

টি-টোয়েন্টি ক্রিকেটে কে এল রাহুল কেমন পারফরম্যান্স করে তা কারুরই অজানা নেই। গতবছর আইপিএল থেকে শুরু হয়েছে বর্তমানে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে দুর্দান্ত পারফরম্যান্স করছেন কে এল রাহুল। ফর্মেও রয়েছেন তিনি। আর তাই কে এল রাহুল-কে ওপেনিংয়ে প্রথম পছন্দ টিম ম্যানেজমেন্টের। এইদিন বিরাট কোহলি জানিয়েছেন, ” বর্তমানে রাহুল যে ফর্মে রয়েছে তাতে রাহুলকে বাদ দেওয়া হচ্ছে না। এছাড়াও রাহুল এবং রোহিত দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেনিংয়ে ব্যাপক সফলতা লাভ করেছে। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে রোহিতের সঙ্গে রাহুলকেই ওপেন করানো হবে। তবে কোন ক্রিকেটার যদি বিশ্রাম নেন কিংবা চোট পান সেক্ষেত্রে দলের তৃতীয় ওপেনার হিসেবে অবশ্যই শিখর ধাওয়ান প্ৰথম একাদশে আসবে।”


Udayan Biswas

সম্পর্কিত খবর