বাংলাহান্ট ডেস্ক : আবারও সোশ্যাল মিডিয়ায় ট্রোলের সম্মুখীন বিরাট কোহলি (Virat-Anushka) এবং অনুষ্কা শর্মা। বহুবার নেটপাড়ায় কটাক্ষের মুখে পড়েছেন তাঁরা। এবার আবার সোশ্যাল মিডিয়ায় নীতিপুলিশির শিকার হলেন দুজনে। বিমানবন্দরের একটি ভিডিওকে কেন্দ্র করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন তাঁরা। কী এমন দেখা গিয়েছে ভিডিওটিতে?
ভাইরাল ভিডিও ঘিরে ট্রোলড বিরাট (Virat-Anushka) অনুষ্কা
বিমানবন্দরের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, বিশেষ ভাবে সক্ষম এক ব্যক্তির সেলফি তোলার অনুরোধ প্রত্যাখ্যান করছেন বিরাট অনুষ্কা। ভিডিওটি ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সেলেব দম্পতিকে ছিছিক্কার করতে শুরু করেছেন নেট নাগরিকরা।

কী দেখা গিয়েছে ভিডিওতে: বর্তমানে চর্চিত ভিডিওটিতে দেখা গিয়েছে, বিমানবন্দরের টার্মিনালে পাপারাৎসিদের ভিড় এড়িয়ে দ্রুত পা চালিয়ে বেরিয়ে যাচ্ছিলেন বিরুষ্কা (Virat-Anushka) জুটি। তাঁরা যখন নিজেদের গাড়ির দিকে এগোচ্ছিলেন, তখনই এক বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি ছবি তোলার জন্য তাঁদের কাছে আসার চেষ্টা করে। কিন্তু তাঁর দিকে ভ্রুক্ষেপ না করেই এগিয়ে যান সেলেব দম্পতি। তাঁদের নিরাপত্তারক্ষীরাও রাস্তা করে দেন।
আরও পড়ুন : বিশ্বনেতা মোদীর আন্তর্জাতিক স্বীকৃতি, ইথিওপিয়ার ‘গ্রেট অনার নিশান’ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী
তীব্র ট্রোল নেটপাড়ায়: ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। একজন বিশেষ ভাবে সক্ষম ব্যক্তির প্রতি এমন আচরণ নেটপাড়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মিনিট কয়েকের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। অনেকেই উদ্ধত বলে কটাক্ষ করেছেন বিরুষ্কা (Virat-Anushka) জুটিকে।
Virat Kohli’s actions don’t reflect the values he showed when he met Premanand Maharaj.
– A physically challenged fan was pushed away while Kohli just arrogantly walked off. 💔 pic.twitter.com/we2vHzDRU1
— ` (@arrestshubman) December 16, 2025
আরও পড়ুন : খসড়া তালিকায় বাদ ৫৮ লক্ষের নাম, কোন কেন্দ্রে সবথেকে বেশি ছাঁটাই?
এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন বিরুষ্কা। ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য কটাক্ষের মুখে পড়েছেন কোহলি। ট্রোলড হয়েছেন অনুষ্কাও। তাঁদের আধ্যাত্মিক অধ্যায় নিয়েও হয়েছে সমালোচনা। যদিও নতুন বিতর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি বিরাট অনুষ্কা।












