ভামিকার ছবি শেয়ার করবেন না, বিরাট-অনুষ্কার আবেদন নিয়ে মিম ট্রোলে ভাসল নেটদুনিয়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়া খুললেই এখন সবথেকে বেশি যে পোস্ট চোখে পড়বে তা হল ভামিকার (vamika) ছবি। ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি (virat kohli) ও অভিনেত্রী অনুষ্কা শর্মার (anushka sharma) একরত্তি মেয়ের মুখ এই প্রথম বার প্রকাশ‍্যে এল। কেপ টাউনে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম‍্যাচ চলাকালীন মায়ের কোলে ছোট্ট ভামিকার ভিডিও ফাঁস করে দেয় স্পোর্টস চ‍্যানেলই।

ছবি ও ভিডিওগুলি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। অনেকেই ভেবেছিলেন, এতদিন মেয়ের আড়ালে রাখার পর অনুষ্কা ইচ্ছা করেই ক‍্যামেরার সামনে এসে দাঁড়িয়েছিলেন। তাই নেটিজেনরা দেদারে শেয়ার করেছেন ছবি, ভিডিও। কিন্তু অচিরেই ভুল ভাঙে তাদের। সোশ‍্যাল মিডিয়ায় বার্তা দিয়ে ভামিকার ছবি, ভিডিও শেয়ার না করার আবেদন জানান বিরুষ্কা।


বার্তায় তাঁরা লেখেন, ‘স্টেডিয়ামে আমাদের মেয়ের ছবি তোলার পর সোশ‍্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আমরা জানাতে চাই যে আমাদের অজান্তেই ছবি তোলা হয়েছে। আমরা বুঝতে পারিনি যে ক‍্যামেরা আমাদের দিকে তাক করা ছিল। কিন্তু আমরা আমাদের পূর্ব বক্তব‍্য থেকে সরছি না। ভামিকার ছবি তোলা বা প্রকাশ না করা হলে আমরা খুশি হব। ধন‍্যবাদ।’


এরপরেই ট্রোল শুরু হয়েছে বিরাট অনুষ্কা জুটিকে নিয়ে। ভামিকার ছবি ভাইরাল হতে রগচটা বিরাটের প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়ে ইতিমধ‍্যেই তৈরি হয়ে গিয়েছে মিম। আবার অনেকের কটাক্ষ, বিরুষ্কা যেন জানতেনই না যে মানুষ টিভিতে ম‍্যাচ দেখে। তাঁরা হয়তো ভাবতেন যে এখনো রেডিওতে ম‍্যাচ শোনা হয়। তবে নেটনাগরিকদের একাংশ বিরাট অনুষ্কার আবেদন রেখেই ছবিতে আড়াল করে দিয়েছে ভামিকার মুখ।


রবিবার কেপ টাউনে দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ‍্যে ওয়ান ডে ম‍্যাচ দেখতে মায়ের সঙ্গে গ‍্যালারিতে উপস্থিত ছিল ভামিকে। গোলাপি ফ্রক পরে অনুষ্কার কোলে চেপে মন দিয়ে বাবার খেলা দেখতে দেখা গিয়েছিল তাকে। বিরাট অর্ধশত রান করতে মায়ের সঙ্গে বাবার জন‍্য হাততালিও দিতে দেখা যায় তাকে। স্পোর্টস চ‍্যানেলের ত‍রফে অনুষ্কা ও ভামিকার ভিডিও সম্প্রচার করা হয়। অনেকেই দাবি করেছেন, মেয়ে একেবারে বাবার মতোই দেখতে হয়েছে।

সম্পর্কিত খবর

X