ছন্দে ফেরার রহস্য ফাঁস করলেন বিরাট, ম্যাচের আগে এই বিশেষ ব্যক্তিদের পরামর্শ নিয়েছিলেন তিনি

বাংলা হান্ট ডেস্কঃ বেশ কয়েক মাস ধরে একেবারেই ছন্দে ছিলেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। শেষ পাঁচটি ইনিংসে তিনবার শূন্য রানে আউট হয়েছেন কোহলি। তারপর থেকে কোহলিকে নিয়ে ব্যাপক সমালোচনা হয় ভারতীয় ক্রিকেটে। অনেকেই ভারতীয় দলের অধিনায়কত্ব থেকে কোহলিকে ছেঁটে ফেলার আবেদন করেন। তবে এবার সবাইকে জবাব দিলেন কোহলি, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ 73 রানের ইনিংস খেলে সমালোচকদের গালে সপাটে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সেই সঙ্গে বুঝিয়ে দিলেন ফর্মে ফিরেছেন কোহলি।

দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে ম্যাচ জেতানোর পর বিরাট কোহলি তাঁর ছন্দে ফেরা রহস্য ফাঁস করলেন। বিরাট জানালেন কোন দুজন বিশেষ ব্যক্তির পরামর্শে তিনি এই ভাবে কামব্যাক করলেন। ম্যাচ শেষে বিরাট কোহলি বলেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে তার সতীর্থ তথা বিরাট কোহলির খুবই কাছের বন্ধু এবি ডিভিলিয়ার্স এর সঙ্গে ম্যাচের আগে বিরাট কোহলির ফোনে কথা হয়। ডিভিলিয়ার্স বিরাটকে পরামর্শ দেয় বল দেখে খেলার জন্য, আর সেটা করেই বিরাট কোহলির এই সাফল্য।

276202.4

সেইসঙ্গে স্ত্রী অনুষ্কা শর্মার প্রশংসাও শোনা যায় বিরাট কোহলির মুখে। বিরাট জানিয়েছেন যখন আমি লাগাতার রান পাচ্ছিলাম না সেই সময় আমার স্ত্রীর অনুষ্কা আমাকে নানান কথা বলে আর ওর সেই সমস্ত পরামর্শ আমার ফর্মে ফিরতে কাজে লেগেছে।

797901 virushka 030419

বিরাট কোহলি মুখে প্রশংসা শোনা গিয়েছে গত ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচের সেরা পুরস্কার পাওয়া ঈশান কিষানের। বিরাট বলেন ঈশান জীবনের প্রথম ম্যাচ খেললো কিন্তু কখনই ওকে দেখে মনে হয়নি ও অভিষেক ম্যাচ খেলছে। ও একজন পরিনত ক্রিকেটারের মতোই ব্যাটিং করেছে পুরো ম্যাচ জুড়ে। ভবিষ্যতে ও আরও পরিণত হবে এবং ভারতীয় দলের একজন দামি সম্পদ হয়ে উঠবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর