মায়ের কোলে মুখ গুঁজে ঘুমোচ্ছে ছোট্ট ভামিকা, বিমানবন্দরে মেয়ের সঙ্গে ক‍্যামেরাবন্দি বিরাট-অনুষ্কা

বাংলাহান্ট ডেস্ক: বছরের শুরুতেই নতুন স্টার কিড পেয়েছে বিটাউন তথা ক্রিকেট জগৎ। লক্ষ্মী পদার্পণ করেছে বিরাট (virat kohli) অনুষ্কার (anushka sharma) সংসারে। খুশির হাওয়া বিনোদন তথা ক্রিকেট মহলে। তবে জন্মের পর থেকেই কড়া পাহারার মধ‍্যে রয়েছে বিরুষ্কা কন‍্যা ভামিকা (vamika)। এখনো পর্যন্ত মেয়ের মুখ দেখাননি অনুষ্কা বিরাট।

সম্প্রতি আইপিএল চলাকালীন মুম্বই বিমানবন্দরে মেয়েকে নিয়ে পাপারাৎজির ক‍্যামেরা বন্দি হন বিরাট ও অনুষ্কা। ভামিকাকে বুকের সঙ্গে জড়িয়ে রয়েছেন অভিনেত্রী। পাপারাৎজির ক‍্যামেরা থেকে ছোট্ট ভামিকাকে বাঁচাতে সামনে হাঁটছেন বিরাট। তবে ভিডিওতে ভামিকার মুখ দেখা যায়নি।

anushka sharma 6
এর আগে আন্তর্জাতিক নারী দিবসে মা মেয়ের একটি মিষ্টি ছবি শেয়ার করে তাঁদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন বিরাট। গত ১১ জানুয়ারি ফুটফুটে কন‍্যাসন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। জন্মের পর থেকেই কড়া নিরাপত্তা ঘিরে রেখেছিল এই নতুন তারকা সন্তানকে। এমনকি পাপারাৎজিকেও বলা হয়েছিল খুদের ছবি (photo) না তোলার জন‍্য।

https://www.instagram.com/p/CN34i-8rIT3/?igshid=11deoj8sl2ffg

এবারেও মেয়ের মুখ প্রকাশ‍্যে আনেননি বিরাট। ছবিতে দেখা যাচ্ছে মেয়েকে কোলে নিয়ে তার দিকে হাসি মুখে তাকিয়ে রয়েছেন অনুষ্কা। ক‍্যাপশনে এক বড়সড় বার্তা দিয়েছেন বিরাট। তিনি লিখেছেন, ‘সন্তানের জন্ম নেওয়ার অভিজ্ঞতাটা একজন মানুষের পক্ষে সবথেকে অসাধারণ ও অবিশ্বাস‍্য। সেটা দেখার পরই বোঝা যায় নারীর আসল ক্ষমতা ও কেন ঈশ্বর তাদের মধ‍্যে প্রাণ সৃষ্টি করেছেন। কারণ তারা পুরুষদের তুলনায় অনেক বেশি শক্তিশালী।’

বিরাট আরো লিখেছেন, ‘নারী দিবসের শুভেচ্ছা আমার জীবনের সবথেকে সাহসী, শক্তিধর ও স্নেহময়ী নারীকে ও যে বড় হয়ে তার মায়ের মতো হবে তাকে। সেই সঙ্গে সব অসাধারন নারীদেরও নারী দিবসের শুভেচ্ছা।’ অনুষ্কা নিজেও নিজের মায়ের একটি ছবি শেয়ার করেছেন এই বিশেষ দিনে। অনুষ্কার ছোটবেলার এই ছবিতে দেখা যাচ্ছে, মায়ের হাত ধরে কেক কাটছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর