বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চারিদিকে আর্তনাদ! এ যেন মৃত্যুপুরি! গতকাল ওড়িশার (Odisha) বালেশ্বরের (Balasore) কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে (Coromandel Express) দুর্ঘটনার জেরে ক্রমশ্যই ভয়াবহ রূপ নিচ্ছে পরিস্থিতি। সংবাদসংস্থা এএনআইয়ের (ANI) প্রতিবেদন অনুযায়ী, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৪০ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১০০০।
এই ঘটনা শুনে সুদূর ইংল্যান্ডে বসেও নিজেকে শান্ত রাখতে পারছেন না বিরাট কোহলি। এই মারাত্মক দুর্ঘটনার খবর প্রাক্তন ভারত অধিনায়ককেও নাড়িয়ে দিয়ে গেছে। আর মাত্র চার দিন পরেই ভারতের জার্সিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে নামবেন। তার আগে এই দুর্ঘটনায় যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য বিশেষ বার্তা পাঠালেন তিনি।
বিরাট কোহলি এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, “ওড়িশার এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কথা জানতে পেরে অত্যন্ত খারাপ লাগছে। আমার প্রার্থনা এবং চিন্তা সেই সমস্ত পরিবারের পাশে রয়েছে যারা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন এই দুর্ঘটনায়। আশা করব আহতরা দ্রুতই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন।”
সদ্যসমাপ্ত আইপিএল চলাকালীন এই বিরাট কোহলি একবার গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন। তখন বিরাট কোহলি ভক্তরা অনেকেই গৌতম গম্ভীরকে ছিলেন হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু প্রাক্তন ভারতীয় বিশ্বজয়ী ওপেনারক এই দুর্ঘটনায় একইভাবে ব্যথিত। তিনিও এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য রেখেছেন।।
গম্ভীর লিখেছেন, “ওড়িশার এই মারাত্মক দুর্ঘটনার কথা শুনে অত্যন্ত ভেঙ্গে পড়েছি। ভগবান নিহতদের পরিবারকে শক্তি দিক এই কষ্ট সহ্য করার। ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। গোটা দেশ আপনাদের পাশে রয়েছে।” দুই ভারতীয় তারকা এই বার্তা বর্তমানে বেশ প্রশংসা কুড়াচ্ছে।