ম্যাচ চলাকালীন কি নিয়ে ঝগড়ায় জড়ালেন বিরাট কোহলি এবং সাকিব? প্রকাশ্যে এলো সত্য

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বৃষ্টির জন্য আপাতত মাঝপথে বন্ধ রয়েছে ভারত বনাম বাংলাদেশ হাইভোল্টেজ ম্যাচ। লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবদের পাল্টা একটা দুর্দান্ত ইনিংস খেলছেন লিটন দাস। প্রথমে ব্যাট করে ২০ ওভারে রাহুল এবং কোহলির অর্ধশতরালে ভর করে ১৮৪ রানের স্কোর খাড়া করেছিল ভারত।

kl kohli

অডিলেট ওভালে ১৮৫ রানে স্কোর বাংলাদেশের মতো দলের বিরুদ্ধে যথেষ্ট হবে বলে মনে করেছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কিন্তু একা ভারতীয় সমর্থকদের চিন্তা বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশী ওপেনার লিটন দাস। ২১ বলে অর্থশতরান সম্পূর্ণ করেছেন তিনি। তার দুর্দান্ত ব্যাটিংয়ের দৌলতে বৃষ্টি নামার আগে সাত ওভার ব্যাটিং করে কোন উইকেট না খুঁইয়ে বাংলাদেশ ৬৬ রান তুলেছে।

এই জায়গায় যদি খেলা স্থগিত হয় তাহলে বাংলাদেশের যে রাত প্রয়োজন ছিল তার চেয়ে ১৭ রান বেশি করেছেন সাকিবরা। ফলে বেশ কিছুটা স্বস্তিতে বাংলাদেশী সমর্থকরা। আর লিটন দাস এইমুহূর্তে এমন ব্যাটিং করছেন যা দেখে অনেকেই মনে করবেন যে ১৮৫ রানের টার্গেট বাংলাদেশের পক্ষে পেরিয়ে যাওয়া একেবারে অসম্ভব হবে না।

বাংলাদেশে যে এত রান খরচ করেছে তার একটা মূল কারণ হলো বাংলাদেশের বোলিংয়ের অনভিজ্ঞতা। যে সময় উইকেট তুলে বিপক্ষকে চেপে ধরার কথা সেইখানে হাসানের মতো অনভিজ্ঞ বোলাররা নো বল করে ভারতকে রান তুলতে কিছুটা সুবিধা করে দিয়েছেন। এই নিয়ে একবার বিতর্কে জড়িয়ে ছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও।

দ্রুততম ওভারের শেষে একটি কোমরের ওপর উচ্চতায় থাকা বলকে বিরাট কোহলি নো বল দেওয়ার জন্য আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলেন। সেই সময় তার দিকে এগিয়ে এসে কিছু বলতে থাকেন সাকিব। খুব সম্ভবত তিনি বিরাট কি এটাই বলছিলেন যে আম্পায়ারদের কাজটা আম্পায়াররাই করুক, তাতে অন্য কারোর মাথা ঘামানোর প্রয়োজন নেই। যদিও পড়ে কোহলি এবং শাকিব দুজনেই এসে একে অপরকে আলিঙ্গন করে পরিস্থিতি সামলে নেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর