বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএলে (IPL) এমন একটি টুর্নামেন্ট যেখানে প্রত্যেক বড় শিল্পপতি বিনিয়োগ করতে চান। কারণ যে অংকের টাকা তারা বিনিয়োগ করবেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে তার বহুগুণ বেশি টাকা ফিরে পেয়েছেন তারা। এমন ভাবে আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজি এসেছে। কিন্তু সকল ফ্র্যাঞ্চাইজি নিজেদের চিরস্থায়ী করে তুলতে পারেনি। আজ আমরা আলোচনা করব সেই ক্রিকেটারদের সম্পর্কে যারা আইপিএলে সবচেয়ে বেশি ফ্র্যাঞ্চাইজিদের বিরুদ্ধে অর্ধশতরান করতে পেরেছেন।
এই তালিকায় এতদিন একই সঙ্গে ছিলেন ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু নিজেদের শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আরসিবির লজ্জাজনক হারের দিন এই রেকর্ড ভেঙে সকলের থেকে এক ধাপ এগিয়ে গিয়েছেন বিরাট কোহলি। আইপিএলে মোট ১৩ টি দলের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন বিরাট।
তবে সবচেয়ে কম ম্যাচ খেলে সবচেয়ে বেশি দলের বিরুদ্ধে অর্ধশতরান করার রেকর্ডটি গৌতম গম্ভীর এর নামেই ছিল এতদিন। বিরাট কোহলি সেইদিন ম্যাচ হারলেও প্রাক্তন ভারতীয় ওপেনারের ওই বিশেষ রেকর্ডটি ভেঙে দিয়েছেন। মজার ব্যাপার হলো ঐদিন তার প্রতিপক্ষ দাদা উঠে উপস্থিত ছিলেন গৌতম গম্ভীরও।
গত মরশুম থেকেই এই নতুন ফ্র্যাঞ্চাইজির মেন্টরের দায়িত্ব পালন করছেন প্রাক্তন ভারতীয় ওপেনার। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে জয়ের পর অত্যন্ত আগ্রাসী হয়ে ওঠেন গম্ভীর। অত্যন্ত উগ্র সমালোচনা করে স্টেডিয়ামে উপস্থিত আরসিবি ভক্তদের মুখে আঙ্গুল দেখিয়ে চুপ করতে বলেন তিনি। জানা গিয়েছে বিরাট কোহলির কিছু ভক্ত গোটা ম্যাচ চলাকালীন লখনৌ ডাগ আউটের পেছন থেকে গম্ভীরকে নিয়ে আপত্তিজনক কিছু মন্তব্য করছিলেন।
এর আগে বিরাট কোহলিও সেই দলের অধিনায়ক লোকেশ রাহুলের ক্যাচ ধরে তাকে ড্রেসিংরুমে ফেরানোর পর অত্যন্ত উগ্রভাবে উদযাপন করেছিলেন। অনেকে মনে করছেন ম্যাচ জয়ের পরে সেই আচরণ ফিরিয়ে দিয়েছেন গম্ভীর।