বাংলা হান্ট নিউজ ডেস্ক: সাম্প্রতিককালে ভারতীয় দলের (Team India) জার্সিতে নিজের পুরনো ছন্দ কিছুটা ফিরে পেয়েছেন বিরাট কোহলি। গত কয়েক বছরে তিনি যে রান করার মধ্য দিয়ে যাচ্ছিলেন সেটা কেটে গিয়েছে। আগের মতো দুর্দান্ত না হলেও বেশ কিছু ক্ষেত্রে তার পারফরম্যান্স ভক্তদের অনেকটাই আনন্দ দিচ্ছে। গত কয়েক মাসে বিরাট কোহলি (Virat Kohli) আবার নিয়মিতভাবে শতরানের মুখ দেখতে শুরু করেছেন এবং প্রত্যেকটি ফরম্যাটেই শতরান করেছেন।
এই মুহূর্তে তার আন্তর্জাতিক শতরান সংখ্যা ৭৫। ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি শতরান করার রেকর্ড রয়েছে কিংবদন্তি সচিন টেন্ডুলকারের নামের পাশে। মোট ৬৬৪ টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১০০ টি শতরান করেছেন মাস্টার ব্লাস্টার। বিরাট কোহলি এই মুহূর্তে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৫২২ টি। তার যেমন ফিটনেস তাতে আরও তিন চার বছর তিনি খেলে যেতে পারবেন, সেই ব্যাপারে প্রত্যেকেই নিশ্চিত।
সেক্ষেত্রে সচিন টেন্ডুলকারের শতরানের রেকর্ড কি ভাঙতে পারবেন বিরাট কোহলি? কোন সঠিক জবাব দেওয়া এই মুহূর্তে কারোর পক্ষেই সম্ভব নয়। অনেকে বিশ্বাস করেন যে বিরাটের পক্ষে এই কাজ করা খুব একটা কঠিন হবে না। আবার অনেকে বিশ্বাস করেন যে কোহলি আর ৫-৬ বছর আগের ছন্দে নেই। যদি তেমনটা থাকতেন তাহলে হয়তো একটা সুযোগ ছিল, কিন্তু এইমুহূর্তে আর তা সম্ভব নয়। এবার এই ব্যাপারে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় তারকা রবি শাস্ত্রী।
১৯৮৩ সালের বিশ্বজয়ী অলরাউন্ডার এবং দীর্ঘদিন ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা ব্যক্তিত্ব সম্প্রতি মুখ খুলে ছিলেন বিরাট কোহলি এবং সচিন টেন্ডুলকারের এই শতরানের বিষয়টি সম্পর্কে। তিনি জানিয়েছেন যে এই রেকর্ডটা বিশ্বে একজনই করতে পেরেছেন এবং তার নাম সচিন। এর থেকেই বোঝা যায় রেকর্ডটি কতটা অনন্য।
তিনি বলেছেন, “বিরাট কোহলির পক্ষে রেকর্ডটা ভাঙ্গা যে অসম্ভব এমনটা বলছি না কিন্তু হয়তো তার পক্ষে এটা শেষ পর্যন্ত সম্ভব হয়ে উঠবে না। ও ফিট, আরো ৫-৬ বছর খেলে দেবে। কিন্তু কাজটা একেবারেই সহজ নয়। সেই জন্যই আজ পর্যন্ত সচিন ছাড়া ওই রেকর্ডের ধারে কাছেও কেউ পৌঁছতে পারেনি।”