বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দল (Indian Test Team) ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টে অসাধারণ শতরান করে আউট হয়ে গিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ওপেনিং ছেড়ে তিন নম্বরে ব্যাট করতে নামা শুভমান গিল ব্যর্থ হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন। তাতে অবশ্য ভারতের ওপর চাপ বাড়েনি। দ্বিতীয় ইনিংস সমাপ্ত হওয়ার আগেই বড় লিড নিয়ে নিয়েছে তারা। দ্বিতীয় দিনের খেলার শেষে ক্রিজে রয়েছেন অভিষেকেই শতরান করা যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং বিরাট কোহলি (Virat Kohli)।
বিরাট কোহলি কাল দিনের প্রথম সেশনে ড্রেসিংরুমে বসে অধৈর্য হয়ে উঠেছিলেন মাঠে নামার জন্য। শেষপর্যন্ত শুভমান গিল স্লিপে ক্যাচ দিয়ে ফেরার পর ২২ গজে নামেন তিনি। দিনের শেষে তিনি অপরাজিত রয়েছেন ৯৬ বল খেলে ৩৬ রান করে। তার সঙ্গে ৭২ রানের পার্টনারশিপ গড়া যশস্বী অপরাজিত আছেন ১৪৩ রানের ব্যক্তিগত স্কোরে। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেট হারিয়ে ৩১২। হাতে লিড রয়েছে ১৬২ রানের।
বিরাট কোহলি গতকাল নিজের ৯৬ বলের ইনিংস কেবল একটি বাউন্ডারি কুড়িয়েছেন। অত্যন্ত সাবধানে নিজের ইনিংসটি তৈরি করেছিলেন তিনি। ৮১ তম বলে নিজের প্রথম বাউন্ডারি পেয়ে বড় কোনও বড় রেকর্ড গড়ার ঢঙয়ে উদযাপন করেন তিনি। তার এই কান্ড দেখে হাসির রোল ওঠে সোশ্যাল মিডিয়ায়।
Virat Kohli celebrating his first boundary of the innings.
What a fantastic character. #WIvIND #TestCricket #WIvsIND #YashasviJaiswal West Indies Shubman Gill #YamunaWaterLevel #Delhifloods #ITO #delhiflood #Chandrayaan3 #ISRO #SecretsOfLordShiva
pic.twitter.com/8ThufNpEWo— Virat Kohli (@imVKohli___18) July 14, 2023
কাল ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ৫ নম্বরে উঠে এসেছেন কোহলি। নিজের ১১০ তম টেস্ট ম্যাচ খেলতে নেমে কিংবদন্তি ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওবাগের টেস্ট রানসংখ্যা (৮,৫০৩) টপকে গিয়েছেন কোহলি। অত্যন্ত ঠান্ডা মাথায় বড় রানের দিকে এগিয়ে চলছেন তিনি।
ভারতের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহকদের তালিকা:
১. সচিন টেন্ডুলকার (১৫,৯২১)
২. রাহুল দ্রাবিড় (১৩,২৬৫)
৩. সুনীল গাভাস্কার (১০,১২২)
৪. ভিভিএস লক্ষ্মণ (৮,৭৮১)
৫. বিরাট কোহলি (৮,৫১৫)
৬. বীরেন্দ্র সেওবাগ (৮,৫০৩)
৭. সৌরভ গঙ্গোপাধ্যায় (৭,২১২)