ফুচকা বিক্রি করে চলতো পেট! টেস্ট অভিষেকেই বিশেষ রেকর্ড গড়া যশস্বীর গল্প আনবে চোখে জল

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৭৭, মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১২৪ এবং কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অপরাজিত ৯৮, আইপিএল ২০২৩-এর (IPL 2023) মঞ্চে পাদপ্রদীপের আলো বাকি তরুণ ক্রিকেটারদের থেকে আচমকাই যেন কেড়ে নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। এখন ভারতীয় টেস্ট দলের (Indian Cricket Team) জার্সিতে মাঠে নামার সুযোগ পাওয়ামাত্র প্রথম ভারতীয় ওপেনার হিসাবে টেস্ট ফরম্যাটে নিজের অভিষেকেই শতরান করে দেখিয়ে সকলের নজর কেড়েছেন তরুণ বাঁ-হাতি ওপেনার।

চার বছর আগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (Under 19 World Cup 2020) দুর্দান্ত পারফরম‍্যান্স করে সকলের নজরে এসেছিলেন যশস্বী জয়সওয়াল। ভারত ফাইনালে হারলেও পাকিস্তানের বিরুদ্ধে একটি অসাধারণ শতরান সহ টুর্নামেন্টে ৪০০ রান করে সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন তিনি। এরপর তার প্রতিভা দেখে আইপিএলের অন্যতম সফল দল রাজস্থান রয়্যালস তাকে সুযোগ দেয়। ২০২০ সালে তার আইপিএল অভিষেক ঘটে। কিন্তু চলতি বছরের আইপিএলে প্রকৃত অর্থে তার প্রতিভার বিকাশ ঘটেছে। তরুণ ভারতীয় বাঁ-হাতি ওপেনার এই আইপিএলে এতটাই মারাত্মক ব্যাটিং করছেন যে তার সামনে জস বাটলারের মত অভিজ্ঞ তারকাকেও ফিকে দেখিয়েছে। তবে শুধুমাত্র আইপিএল নয়, প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ ম্যাচ খেলে ২টি অর্ধশতরান ও ৯টি শতরান সহ ৮০.২১ গড়ে তিনি ১৮৪৫ রান করেছেন। আর এবার অভিষেক টেস্টেই বড় শতরান। ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপের (ODI World Cup 2023) বছরে এমন পারফরম্যান্স তার ভাগ্য ঘুরিয়ে দিতে পারে আচমকাই।

jaiswal debut test 100

তবে অনেকেই হয়তো জানেন না যে এই মুহূর্তে ভারতের জার্সি গায়ে দাপুটে ব্যাটিং করা যশস্বীর যাত্রার শুরুটা একেবারেই সহজ ছিল না। তিনি একটি অতি সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন এবং একসময় মুম্বাইয়ের আজাদ ময়দানের বাইরে ফুচকা এবং ফল বিক্রি করে জীবিকা অর্জন করতেন তিনি। একাধিক দিন তাকে খালি পেটে ঘুমাতে হয়েছে কম বয়সে। উত্তর প্রদেশের ভাদোহি গ্রামে জন্মগ্রহণ করা যশস্বী মাত্র ১১ বছর বয়সে ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করতে মুম্বাই রওনা দিয়েছিলেন। আজাদ ময়দানের খ্যাতনামা কোচ ইমরান তার প্রতিভা দেখে তাকে জানিয়েছিলেন সে মুসলিম ইউনাইটেড ক্লাবের হয়ে ভালো পারফরম্যান্স করতে পারলে তাকে ক্লাব তাঁবুতে থাকার জায়গা দেওয়া হবে।

একদিকে ক্রিকেট অনুশীলন এবং ভালো পারফরম্যান্স নিয়মিত করার চাপ, একদিকে ফুচকা বিক্রি, আর এক দিকে ক্লাবের মালিদের অত্যাচার, সব মিলিয়ে কয়েকটা বছর অসহনীয় পরিশ্রম করতে হয়েছিল এই বাঁ-হাতি ক্রিকেটারকে। তবে তিনি জানিয়েছেন এই সময়টা তাকে মানসিকভাবে শক্ত করেছিল। রান্না না করলে ওই তাঁবুর মালিক এবং তার সঙ্গীরা তার গায়ে হাত তুলতো বলেও অভিযোগ করেছেন তিনি একটি পুরোনো ভিডিওতে। কিন্তু ২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে সুযোগ পেয়ে সাফল্য পাওয়ার পরেই তার জীবনটা পুরোপুরি বদলে যায়।

তার আগে ১৬ জন ভারতীয় ক্রিকেটারের নিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেবে শতরানের দেখা পেয়েছিলেন। শেষবার দেশের মাটিতে কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই কীর্তি করেছিলেন শ্রেয়স আইয়ার। যশস্বী ১৭ তম ভারতীয় ক্রিকেটার হিসাবে নিজের অভিষেক টেস্ট ম্যাচে শতরানের দেখা পেলেন। অফসাইডে স্পিনার এবং পেসার উভয়ের বিরুদ্ধে গত ২ দিনে যশস্বীর খেলা আগ্রাসী শটগুলি ক্রিকেটপ্রেমীদের মনে ছাপা হয়ে থাকবে অনেক দিন। যদিও প্রতিপক্ষ হিসেবে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ অনেকটাই দুর্বল। কিন্তু উল্টো দিকে থাকা রোহিত শর্মা তাদের বোলারদের কয়েকটি সুযোগ দিলেও যশস্বী কোনও সুযোগ ক্যারিবিয়ান বোলারদের এই ২ দিনে দেননি বললেই চলে।

এই অসাধারণ শতরানের পর নিজের মা-বাবার পাশাপাশি সেই সমস্ত ব্যক্তিদের ধন্যবাদ জানিয়েছেন যশস্বী, যারা তার ক্রিকেটার হিসেবে এগিয়ে চলার পথে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন পর্যায়ে। তবে অতিরিক্ত উৎসাহিত হতে রাজি নন তিনি। নিজের আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটা অসাধারণভাবে হয়েছে। এখন ধারাবাহিকতা বজায় রাখাই তার পরবর্তী লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর