স্পেনের বিরুদ্ধে আজ বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারতীয় হকি দল! শুভকামনা জানালেন বিরাট কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে ভারতের মাটিতে আরম্ভ হচ্ছে হকি বিশ্বকাপ ২০২৩ (Hockey World Cup 2023)। স্পেনের বিরুদ্ধে ভারতের (India vs Spain) ম্যাচ দিয়ে আজ টুর্নামেন্টের যাত্রা শুরু হবে। ১৬ দলের এই টুর্নামেন্টে রয়েছে মোট চারটি গ্রুপ। গ্রুপ ডি-তে ভারতের সঙ্গে স্পেন ছাড়াও রয়েছে ওয়েলস এবং ইংল্যান্ড। ওড়িশায় নবনির্মিত বিরসা মুন্ডা স্টেডিয়ামে আজ কাপ জয়ের উদ্দেশ্যে অভিযান শুরু করবে হরমনপ্রীত সিংয়ের (Harmanpreet Singh) নেতৃত্বাধীন ভারত।

mens hockey team

ভারতকে নিয়ে এই টুর্নামেন্টে ভালো ফলাফলের প্রত্যাশা রয়েছে ভারতীয় হকিপ্রেমীদের। এর আগে বার্মিংহ্যামে গত বছরের কমনওয়েলথ গেমসে সোনা হাতছাড়া হয়েছিল অল্পের জন্য। রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতকে। তার আগে ২০২১-এর টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিল এই ভারতীয় দল।

এর আগে শেষবার ভারতীয় দল হকি বিশ্বকাপ জিতেছিল ১৯৭৫ সালে। আজ রাতে তাদের প্রতিপক্ষ স্পেন এইমুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় ৮ নম্বরে রয়েছে। ভারতীয় দল এই বিশ্বকাপ শুরু হওয়ার আগে র‍্যাঙ্কিংয়ে ৬ নম্বরে অবস্থান করছে। গোলরক্ষক শ্রীজেশ রবীন্দ্রন, ডিফেন্ডার জার্মানপ্রীত সিং, মাঝমাঠে মনপ্রীত ও আকাশদীপ ছাড়াও আক্রমণে মনদীপ সিংয়ের পারফর্মেন্স এর ওপর নির্ভর করছে আজকের ম্যাচ সহ গোটা বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স কেমন হবে। আজ সন্ধ্যা ৭টা নাগাদ স্টার স্পোর্টস ২ চ্যানেল অথবা ডিজনি হটস্টারে আগ্রহীরা বিশ্বকাপের আনন্দ উপভোগ করার জন্য নজর রাখতে পারবেন।

ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বিশ্বকাপের অভিযানের জন্য ভারতীয় পুরুষ হকি দলের প্রতি আমার শুভকামনা রইলো। মাঠে নেমে নিজেদের খেলাটা উপভোগ করুন। আমরা প্রত্যেকে আপনাদের পাশে রয়েছি।”

বিশ্বকাপে ভারতীয় হকি স্কোয়াড:

গোলরক্ষক: কৃষাণ বাহাদুর পাঠক ও শ্রীজেশ
ডিফেন্ডার: নীলম সঞ্জীপ জেস, জার্মানপ্রীত সিং, সুরেন্দর কুমার, হরমনপ্রীত সিং (অধিনায়ক), বরুণ কুমার, অমিত রোহিদাস
মিডফিল্ডার: মনপ্রীত সিং, হার্দিক সিং, নীলকান্ত শর্মা, শমসের সিং, বিবেক সাগর প্রসাদ, এবং আকাশদীপ সিং
ফরোয়ার্ড: মনদীপ সিং, ললিত কুমার উপাধ্যায়, অভিষেক, সুখজিৎ সিং
স্ট্যান্ড বাই: রাজকুমার পাল এবং জুগরাজ সিং
কোচ: গ্রাহাম রিড

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর