ফের হতাশ করলেন কোহলি! আর কত সুযোগ দরকার? প্রশ্ন ভক্তদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আবারও ব্যর্থ বিরাট কোহলি। বার্মিংহামে বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের দীপক হুডার জায়গায় দলে এসেছিলেন তিনি। রোহিত শর্মা ৩১ রান করে আউট হওয়ার পর ক্রিজে আসেন। ভারতের হয়ে রোহিত শর্মার সাথে ওপেন করেছিলেন রিশভ পন্থ। দুজনে মিলে আগ্রাসীভাবে শুরু করেছিলেন ভারতের হয়ে। কিন্তু রোহিত শর্মা আউট হতেই পরপর উইকেট হারাতে হারাতে বেকায়দায় পড়ে যায় ভারত।

পঞ্চম ওভারের পঞ্চম বলে ইংল্যান্ডের হয়ে আজ অভিষেক করা ৩৪ বছর বয়সী বোলার রিচার্ড গ্লেসনের বল ফ্রন্টফুটে হুক করতে গিয়ে উইকেটকিপারের হাতে ধরা পড়েন রোহিত। বলেছেন এর পরের ওভারেই বিরাট কোহলি অন্ধের মত কভারের উপর দিয়ে শট খেলতে গেলে বল ব্যাটের কানায় লেগে ওপরে উঠে যায় এবং পয়েন্টে ধরা পড়েন কোহলি। তিনি মাত্র ১ রান করে আউট হওয়ার পরের বলেই রিশভ পন্থকে ফেরান সেই গ্লেসন।

   

glesson

পরে নিজেদের মধ্যে ২৮ রানের একটি পার্টনারশিপ গড়ে তোলেন সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া। কিন্তু একাদশতম ওভারের তৃতীয় এবং চতুর্থ বলে ৮৯ রানের দলগত স্কোরে প্রথমে সূর্যকুমার এবং পরে পান্ডিয়াকে পরপর দুই বলে ফেরত পাঠান ক্রিস জর্ডান। এরপর ১৭ বল খেলে মাত্র ১২ রানে আউট হন দীনেশ কার্তিক। কিন্তু ভারতকে উদ্ধার করেন রবীন্দ্র জাদেজা। প্রথমে দীনেশ কার্তিক এবং পরে হর্ষল প্যাটেলের সঙ্গে জুটি বেঁধে ভারতকে ১৭০ অবধি পৌঁছে দেন তিনি। নিজে ২৯ বলে ৫টি চার সহ করেন অপরাজিত ৪৬ রান। ৬ বলে ১৩ রান করে তাকে যোগ্য সঙ্গত দিয়েছেন হর্ষল। অভিষেককারী রিচার্ড গ্লেসন ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন। ৩টি উইকেট নেন ক্রিস জর্ডনও।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ কোহলির কাছে একটি অ্যাসিড টেস্টের মত ছিল। এই সিরিজে ব্যর্থ হলে তাকে ভারতের ভবিষ্যতের টি-টোয়েন্টি দলের অংশ হিসেবে ভাবা হবে কিনা সেই নিয়ে বিসিসিআই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হবে এমন খবর শোনা গিয়েছিল। আজ যেভাবে আউট হলেন বিরাট কোহলি তাতে একটা বিষয় পরিষ্কার যে তিনি এই মুহূর্তে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। আর কত সুযোগ দিলে ফর্মে ফিরতে পারবেন বিরাট কোহলি সেই নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় ক্রিকেটভক্তরাও।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর