বড় ভুল করলেন কোহলি! হাতছাড়া করলেন বাবর আজমকে টপকে শীর্ষে পৌঁছনোর বিরাট সুযোগ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সদ্য সমাপ্ত বিশ্বকাপে (2023 ODI World Cup) অসাধারণ ছন্দে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। পাকিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই তার ব্যাট গর্জে উঠেছিল। সেমিফাইনালে শতরান এবং ফাইনালে অর্ধশতরান করেছিলেন তিনি। সাম্প্রতিক অতীতে ভারতীয় দলের (Indian Cricket Team) কোহলি যতটা ভালো ফর্মে ছিলেন ঠিক ততটাই খারাপ ছন্দে ছিলেন প্রাক্তন পাকিস্তান (Pakistan Cricket Team) অধিনায়ক বাবর আজম (Babar Azam)। ভারতের বিরুদ্ধে একটি ৫০ রানে সহ মাত্র তিনটি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি ভারতে আয়োজিত শেষ বিশ্বকাপে।

বাবর আজম অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিশ্বকাপের ব্যর্থতার পর। তিনি এখন শুধুমাত্র একজন ক্রিকেটার হিসেবে পাকিস্তান দলকে সাহায্য করবেন। কিন্তু চলতি বছরে খারাপ ছন্দে থাকলেও একটি বিষয়ে তিনি কোহলির থেকে এখনও এগিয়ে রয়েছেন।

kohli ton in wc

চলতি দশকে ২০২০ সাল থেকে ওডিআই শতরানের দিক দিয়ে বিশ্ব ক্রিকেটে সব থেকে এগিয়ে রয়েছেন। ২০২০ সালের শুরু থেকে ২০২৩ সালের শেষ অবধি ওডিআই ফরম্যাটে তিনি মোট ৮ টি শতরান করেছেন। সম্প্রতি গতিতে বাবর শেষ শতরান করেছিলেন এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে ম্যাচে।

চলতি বছরই বিশ্বকাপে তিনটে, এশিয়া কাপে একটা এবং দ্বিপাক্ষিক সিরিজগুলো মিলিয়ে আরও বেশ কয়েকটি শতরান করেছেন কোহলি। কিন্তু বাবর আজমকে তিনি টপকাতে পারেননি। ২০২০ সালের শুরু থেকে এখনো অবধি বিরাট কোহলির মোট ওডিআই শতরান সংখ্যা ৭।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেললে বাবর আজমকে ছুঁয়ে বা তাকে টপকে যাওয়ার একটা সুযোগ পেতেন কোহলি। কিন্তু আপাতত নিজেকে সীমিত ভাবে ক্রিকেট থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর