বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL-এর সফর শুরু হয় গত ২২ মার্চ অর্থাৎ শনিবার। ওইদিন ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিকে, ওই ম্যাচ চলাকালীন এমন এক কাণ্ড ঘটে যেটি অবাক করে দিয়েছিল স্টেডিয়ামে উপস্থিত প্রত্যেককেই। মূলত, পুলিশের নিরাপত্তা বলয়কে ভেদ করে সরাসরি বিরাট কোহলির (Virat Kohli) কাছে পৌঁছে গিয়ে তাঁর পা ছুঁয়ে প্রণাম করে এক তরুণ। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ওই ঘটনার ছবি এবং ভিডিও।
জামিন পেলেন বিরাটের (Virat Kohli) সেই ভক্ত:
এদিকে, ওই ঘটনার পরেই ঋতুপর্ণ পাখিরা নামের ওই তরুণকে গ্রেফতার করে ময়দান থানার পুলিশ। শুধু তাই নয়, জেলেও রাত কাটাতে হয় তাকে। তবে, সোমবার তার অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা ঋতুপর্ণাকে বেশ কয়েকটি শর্ত দিয়েছে আদালত। যেগুলি তাকে অবশ্যই মেনে চলতে হবে।
জানা গিয়েছে যে, চলতি বছরের IPL চলাকালীন ঋতুপর্ণ ইডেন গার্ডেন্স বা তার আশেপাশের এলাকাতে যেতে পারবেন না। প্রসঙ্গত উল্লেখ্য যে, নিরাপত্তার বেড়াজাল টপকে ম্যাচ চলাকালীন বিরাটের (Virat Kohli) কাছে পৌঁছে যাওয়ার ঘটনায় স্টেডিয়ামের নিরাপত্তাকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এদিকে, এই ঘটনার জেরে রবিবার গ্রেফতার করা হয় ঋতুপর্ণকে।
আরও পড়ুন: খেল খতম চিনের! এবার বাজিমাত করতে চলেছে ভারত, বড় প্রস্তুতি সরকারের
মূলত, ঋতুপর্ণের বিরুদ্ধে অপরাধমূলক অনুপ্রবেশ সহ সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া এবং অন্যের জীবন ও ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করার ধারায় মামলা করা হয়। যদিও, গ্রেফতার হওয়ার পর প্রিজন ভ্যান থেকেই সদ্য উচ্চ মাধ্যমিক দেওয়া ঋতুপর্ণ স্পষ্ট জানিয়ে দেয় যে, “বিরাট (Virat Kohli) আমার কাছে ভগবান। তাঁর জন্য আমি সবকিছু করতে পারি।”
আরও পড়ুন: SBI-র গ্রাহকদের জন্য সুখবর! এবার সহজেই হয়ে যান মালামাল, বড় পদক্ষেপ ব্যাঙ্কের
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত শনিবার বন্ধুদের সাথে খেলা দেখতে ইডেনে পৌঁছেছিল সে। আর সেখানেই এই কাণ্ড ঘটিয়ে বসে ঋতুপর্ণ। এদিকে আদালতে বিচারক বিজয়িতা দে-র সামনে তরুণ জানায়, তার স্বপ্ন ছিল বিরাটের পা ছুঁয়ে প্রণাম করার। বিচারক তখন ঋতুপর্ণের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে বলেন, “এটা কারও স্বপ্ন হতে পারে না। বরং, বিরাটের (Virat Kohli) মতো হওয়ার চেষ্টা করো।” এমতাবস্থায়, সোমবার এই মামলায় জামিন পেয়েছে ঋতুপর্ণ।