বাংলা হান্ট নিউজ ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায় যে আর বিসিসিআই সভাপতি থাকছেন না সেই বিষয়টা সকলের কাছেই পরিষ্কার হয়ে গিয়েছে। কোনও তরফ থেকে দাবি করা হচ্ছে যে সৌরভ এবার আইসিসি চেয়ারম্যান হওয়ার পথে পা বাড়াচ্ছেন, সেই উদ্দেশ্যেই তাকে বিসিসিআই সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। আবার অন্য তরফ থেকে দাবি করা হচ্ছে যে তিনি বিসিসিআই সভাপতি থাকাকালীন ভারতীয় দলের পারফরম্যান্সে কোন অভূতপূর্ব উন্নতি দেখা যায়নি। সেই কারণেই সরিয়ে দেওয়া হচ্ছে তাকে। তবে সৌরভকে সরিয়ে প্রাক্তন বিশ্বকাপজয়ী তারকা রজার বিনি নতুন বিসিসিআই সভাপতি হতে চলেছেন সেটাও সকলের কাছে স্পষ্ট হয়েই গিয়েছে একপ্রকার।
এই পরিস্থিতিতে বিরাট কোহলি ভক্তরা অত্যন্ত খুশি হয়েছেন বলে দেখা যাচ্ছে। বিরাট কোহলি এবং সৌরভের মধ্যে ঠান্ডা লড়াই চলছে এমন একটা তত্ত্ব গত বছরের শেষের দিকে ছড়াতে শুরু করেছিল এবং তার একাধিক কারণও ছিল। বিরাট কোহলির অফ ফর্ম এবং একের পর এক ফরম্যাটে অধিনায়কত্ব হারানোর জন্য অনেক বিরাট কোহলি সমর্থকরা সৌরভ গঙ্গোপাধ্যায়কেই দায়ী করেছিলেন।
গোটা ঘটনার সূত্রপাত ঘটে টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পর বিরাট কোহলি টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার পর। বিরাট কোহলি আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন যে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর ক্ষুদ্রতম ফরম্যাটে অধিনায়কত্ব করবেন না তিনি। তারপর বিসিসিআই তাকে না জানিয়েই সিদ্ধান্ত নিয়ে ওডিআই ফরম্যাট থেকেও তার অধিনায়কত্ব কেড়ে নিয়েছিলেন। তাকে শুধুমাত্র টেস্ট অধিনায়ক রেখে দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করা হয়েছিল।
এই সময়ে সৌরভ গাঙ্গুলী একটি সাক্ষাৎকার দিতে গিয়ে বিরাট কোহলির অধিনায়কত্বে প্রসঙ্গে বলেছিলেন যে বিরাট যখন প্রথম সকলের সামনে জানান যে তিনি আর টি-টোয়েন্টি অধিনায়কত্ব করবেন না তখন সৌরভ ব্যক্তিগতভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে তিনি যেন এই ফরম্যাট থেকে অধিনায়ক হিসেবে সরে না দাঁড়ান। আর ওডিআই ফরম্যাট থেকে অধিনায়কত্ব যাওয়ার ব্যাপারে সৌরভ নির্বাচকদের হয়ে সাফাই গেয়ে বলেছিলেন যে তারা চান না হোয়াইট বলের দুটি ফরম্যাটে দুজন আলাদা অধিনায়ক থাকুক।
যদিও দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাওয়ার আগে বিরাট কোহলি সরাসরি এই কথা অস্বীকার করেন। তিনি বলেন যখন তিনি সকলের সামনে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন তখন সকলেই খুব স্বাভাবিকভাবে তার সেই সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তাকে কেউ অনুরোধ করে অধিনায়কত্ব ছাড়তে মানা করেননি এবং ওডিআই ফরম্যাট থেকে তাকে অধিনায়ক হিসেবে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত তাকে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে নেওয়া হয়েছে। এরপর থেকে বিরাট কোহলি ভক্তদের মনে হতে থাকে যে গোটা ব্যাপারটাই পেছনেই রয়েছে সৌরভের হাত। তাই যখন ডিসিসিআই সভাপতির পদ থেকে সৌরভের অপসারণ প্রায় নিশ্চিত হয়েছে ঠিক তখন বিরাট কোহলি ভক্তরা বেশ মজায় রয়েছেন এবং নানান রকমের শেয়ার করে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে।
Karma hits you back Sir#SouravGanguly | #CricketTwitter pic.twitter.com/VR7qqASArr
— Shaurya (@Kohli_Devotee) October 12, 2022
Karma Strikes Back!’ BCCI Treats Sourav Ganguly The Same Way He Treated Virat Kohli
What do u think?
(Note : I respect & admire both Ganguly & Kohli) for their contribution— RJ Ritesh-journalist # Nation first (@rjritesh1987) October 12, 2022