বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল লখনৌয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামের মন্থর পিচে লখনৌ সুপার জায়ান্টস (LSG) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ম্যাচ অত্যন্ত বিরক্তিকর ভাবে এগিয়েছিল। শেষপর্যন্ত অধিনায়ক লোকেশ রাহুলের চোটের কারণে টপ অর্ডারে তার অনুপস্থিতিতে লখনৌকে, আরসিবির কাছে ১৮ রানের ব্যবধানে হার মানতে হয়। কিন্তু এরপর যাবতীয় নজর সকলের ঘুরে যায় বিরাট কোহলি (Virat Kohli) বনাম গৌতম গম্ভীর (Gautam Gambhir) দ্বন্দ্বের দিকে।
এই ঝামেলার সূত্রপাত হয়েছিল ম্যাচ চলাকালীনই। আফগান বোলার নবীন উল হকের সাথে বিরাট কোহলি ম্যাচ চলাকালীন ঝামেলায় জড়িয়ে ছিলেন। ম্যাচ শেষ হওয়ার পরেও সেই ঝামেলা চলতে থাকে। সেই নিয়ে ক্যারিবিয়ান ওপেনার কাইল মেয়ার্স বিরাট কোহলিকে কিছু বোঝাতে গিয়েছিলেন। কিন্তু গৌতম গম্ভীর এগিয়ে গিয়ে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসেন।
এরপরেই দেখা যায় যে দুজনে দুদিকে এগিয়ে যেতে থাকা কোহলি এবং গম্ভীর আবার হঠাৎ নিজেদের দিকে এগিয়ে আসতে থাকেন। দুই দলের ক্রিকেটেররাই অনেক চেষ্টা করেও তাদেরকে আটকাতে পারেননি। এরপর আরসিবি তারকা ও মেন্টর একে অপরের মুখোমুখি হন এবং তাদের মধ্যে কিছুক্ষণ উত্তপ্ত আলোচনা চলে। এরপর অমিত মিশ্র এবং লোকেশ রাহুল দুজনকে সরিয়ে দেন। তবে দুজনের মুখেই অসন্তুষ্টি ছিল স্পষ্ট।
অনেকের মতে এই ঝামেলার সূত্রপাত দুই দলের আগের সাক্ষাৎ থেকেই চলছে। ব্যাঙ্গালোরে প্রথম সাক্ষাতে আরসিবিকে হারানোর পর গৌতম গম্ভীরের সেই দলের ভক্তদের প্রতি আচরণ খুব একটা সুবিধার ছিল না। যদিও অনেকেই দাবি করেছেন তার কারণ ছিল গোটা ম্যাচ জুড়ে তাদের ডাগ আউট এর পেছনে উপস্থিত আরসিবি ভক্তদের কুরুচিকর নানান মন্তব্য। এদিন বিরাট কোহলিও লখনৌয়ের ঘরের মাঠে প্রতিটি উইকেটের পর যেভাবে উদযাপন করছিলেন তা ক্রিকেট ভক্তদের একাংশর চোখে অত্যন্ত উগ্র দেখিয়েছে। অনেকেরই দাবি গম্ভীরের গত ম্যাচের উগ্র উদযাপনের কথা মনে রেখে বিরাট কোহলিও কাল অত্যন্ত উগ্র ছিলেন।
Everything after handshake here:
Virat Kohli vs Gautam GambhirBIGGEST RIVALRY IN CRICKET
Entertainment into 100#RCBVSLSG #ViratKohli pic.twitter.com/8SxxSKRByn
— aqqu who (@aq30__) May 1, 2023
ম্যাচ শেষে এই উত্তপ্ত বাদানুবাদে জড়ানোর কারণে ম্যাচ ফি-এর শতভাগ জরিমানা করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারকা বিরাট কোহলি ও লখনৌ সুপারজায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীরের। কোহলির জরিমানা হয়েছে ১.০৭ কোটি টাকা ও গম্ভীরের ক্ষেত্রে টাকার অঙ্ক ২৫ লাখ। জরিমানা হয়েছে লখনৌয়ের আফগান পেসার নাভিন উল হকেরও। তাকে দিতে হয়েছে প্রায় ২ লক্ষ টাকা।