বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের ফের একবার অর্ধশতরান করেছেন বিরাট কোহলি। চলতি বিশ্বকাপে এটি ছিল তার তৃতীয় অর্ধশতরান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটি বাদ দিলে বাকি তিনটি ম্যাচে নিজের সেরা ছন্দেই দেখা গেছে বিরাটকে। আজ যতক্ষণ লোকেশ রাহুল এবং সূর্যকুমার যাদব ক্রিজে ছিলেন, ততক্ষণ নিজেকে কিছুটা গুটিয়ে রেখে ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করছিলেন বিরাট। সূর্যকুমার যাদব ড্রেসিংরুমে ফিরতেই তিনি ধারণ করেন সংহারমূর্তি। শেষপর্যন্ত ৪৪ বলে ৬৪ রান করে তিনি অপরাজিত থাকেন।
বৃষ্টির সময় যখন ম্যাচের বিরতি চলছিল তখন গৌতম গম্ভীর সোজাসুজি বলে দিলেন বর্তমান ক্রিকেট প্রজন্মে যাদেরকে ফ্যাব ফোর বলে ডাকা হয়, সেই চার ক্রিকেটারের মধ্যে অনেক এগিয়ে বিরাট কোহলি। জো রুট টেস্ট ও ওয়ান ডে ফরম্যাটে খেলেন, ইংল্যান্ডের টি-টোয়েন্টি পরিকল্পনার অংশই নন তিনি। স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও মূল দলে জায়গা পাচ্ছেন না। উইলিয়ামসন অধিনায়ক হওয়ায় দলে রয়েছেন ঠিকই কিন্তু একজন টি-টোয়েন্টি ফরম্যাটের ব্যাটার হিসেবে তার গ্রহণযোগ্যতা প্রতিনিয়ত কমে যাচ্ছে। সেখানে বিরাট কোহলি কেরিয়ারের মধ্যগগন পেরিয়ে গিয়েও তিনটি ফরমেটেই ভারতীয় দলের প্রধান ব্যাটিং শক্তি।
আজ ম্যাচ হারার পর বিপক্ষ অধিনায়কের মুখেও শোনা গেল কোহলির বিরাট প্রশংসা। বাংলাদেশের নেতা সাকিব আল হাসান বললেন, “ভারতের বিরুদ্ধে আমরা বরাবরই ভালো খেললেও শেষ মুহূর্তে কোন এক অজ্ঞাত কারণে আমরা অন্তিম হার্ডলটি টপকাতে ব্যর্থ হই। আজও তাই হয়েছে। আর তার কৃতিত্ব অনেকটাই বিরাট কোহলিকে দিতে হয়। উনি যেভাবে ব্যাটিং করছেন তাতে এখন যে কোনও ম্যাচ ভারতকে উনি একার হাতেই জেতাতে পারেন।”
ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও সাক্ষাৎকার দিতে এসে বলে গেলেন যে তার কখনোই মনে হয়নি যে বিরাট নিজের সেরা ছন্দে নেই। তিনি বলেছেন, “মাঝেমধ্যে এমন সময় আসে যখন ব্যাট থেকে রান আসে না। বিরাটের মত সেরা ক্রিকেটারদের সঙ্গেও এমনটা ঘটে থাকে। কিন্তু তার মানে এমন নয় যে তিনি খেলতে ভুলে গিয়েছেন। আমরা খুব ভালো করেই জানতাম যে মাত্র একটা ইনিংসে বড় রান পেলেই তিনি নিজের সেরা ছন্দটি আবার খুঁজে পাবেন। এশিয়া কাপ থেকেই সেই ছন্দটা বিরাট আবার খুঁজে পেয়ে গিয়েছে।”
চলতি বিশ্বকাপে এখনও অবধি ৪ টি ম্যাচ খেলে ২২০ রান করেছেন বিরাট কোহলি। কিন্তু তার চেয়েও বড় ব্যাপার হলো চলতি বিশ্বকাপে তিনি মাত্র একবার আউট হয়েছেন। আজ ম্যাচের শেষে সাক্ষাৎকার দিতে এসে এই প্রসঙ্গে বিরাট কোহলি বলেন, “আমি আগের দিনও যখন আউট হয়েছিলাম তখনও আমার মনে হয়নি যে আমি সমস্যায় রয়েছি। আউট হওয়ার আগে দু-একটা ভালো শট খেলতে পেরেছিলাম। আজকেও তেমন ভাবেই খেলার চেষ্টা করেছি। যে মুহূর্তে শুনেছিলাম যে অস্ট্রেলিয়া বিশ্বকাপ তখন থেকেই এমন কিছু শট খেলার কথা ভাবছিলাম যেগুলো হয়তো ভারতীয় পিচ বা পরিস্থিতিতে খেললে এতটা সুফল পাওয়া যায় না, যতটা অস্ট্রেলিয়ার মাটিতে পাওয়া যায়। আমি নিজের ব্যাটিংটা উপভোগ করছি। অতীতে কি হয়েছে, সেই নিয়ে আর ভাবছি না।” প্রত্যেক ভারতবাসী চাইবেন বিশ্বকাপে বাকি অংশ এই একই মনোভাব বজায় রাখুক বিরাট কোহলি।