এশিয়া কাপে কোহলির নামের পাশে রয়েছে এমন ১টি রেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এশিয়া কাপ (2023 Asia Cup) আরম্ভ হওয়ার আর মাত্র বাকি রয়েছে ১ সপ্তাহ। বিশ্বকাপের (2023 ODI World Cup) আগে এই টুর্নামেন্টটি অংশগ্রহণকারী ৬ টি দলের মধ্যে ৫ টি-র কাছে হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি মঞ্চ। ভারতীয় দল (Indian Cricket Team) তাই যথেষ্ট গুরুত্ব দিচ্ছে প্রতিযোগিতাটিকে। আর এই টুর্নামেন্টে ভারতের হাতে সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)।

ওডিআই ফরম্যাটে আয়োজিত এশিয়া কাপই হোক বা টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত এশিয়া কাপ, বিরাট কোহলি বরাবরই এই বিশেষ মঞ্চে জ্বলে উঠেছেন। প্রতিপক্ষের হাতে থাকা ম্যাচ বহুবার তাদের হাতের মুঠো থেকে ছিনিয়ে ভারতকে একাধিক স্মরণীয় জয় এনে দিয়েছেন তিনি। আজকের প্রতিবেদনে আমরা এই প্রতিযোগিতায় তার এমন একটি রেকর্ড তুলে ধরছি যা ভাঙা প্রায় অসম্ভব।

   

virat k

কোহলির এশিয়া কাপ রেকর্ড:
এই প্রতিযোগিতার ওডিআই ও টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত দুটি সংস্করণেই ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডটি রয়েছে বিরাট কোহলির নামের পাশেই। ওডিআই ফরম্যাটে তিনি ১৪২ বলে ১৮৩ রানের একটি ইনিংস খেলেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে ২০১২ সালের এশিয়া কাপে। আর ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত এশিয়া কাপে আফগানিস্তানের ৬১ বলে করেছিলেন ১২২ রান। দুই ফরম্যাটে আয়োজিত এশিয়া কাপের ক্ষেত্রে ওই দুটি হলো সর্বোচ্চ রানের ইনিংস।

আরও পড়ুন: কেটে গেল জটিলতা! এশিয়া কাপ উপলক্ষ্যে পাকিস্তানের মাটিতে পা রাখতে রাজি BCCI?

এই রেকর্ডগুলি ভবিষ্যতে ভাঙবে কিনা তা বলা মুশকিল। তবে তিনি যে এই টুর্নামেন্টে অত্যন্ত ধারাবাহিক, সেই প্রমাণ বার বার পেয়েছে ক্রিকেট বিশ্ব। বিশ্বকাপের আগে এই মঞ্চে তিনি নিজের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিতে চাইবেন। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামার পর থেকেই তিনি নিজের কাজটা সঠিকভাবে করে করে যেতে চাইবেন।

আরও পড়ুন: দরকার হলে জায়গা ছাড়তে হবে! ভারতীয় দলে কোহলির ভূমিকা নিয়ে বিস্ফোরক ডিভিলিয়ার্স

ওডিআই ফরম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে শেষ কয়েকটি সাক্ষাতে বিরাট কোহলির ব্যাট রীতিমতো গর্জে উঠেছে। পাকিস্তানের বিরুদ্ধে তিনি শেষ কয়েক বছরে খুব বেশি ওডিআই ম্যাচ খেলার সুযোগ পাননি। কিন্তু যখন যখন তিনি পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেছেন তখন তখন তিনি কিছু মনে রাখার মত করে দেখিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে শেষ চার ওডিআই ম্যাচে তার স্কোর যথাক্রমে ১০৭, ৮১*, ৭ ও ৭৭। তাকে বাড়তে গুরুত্ব দিতেই হবে পাকিস্তানের বোলারদের।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর