বিপদের সময় মহিলা ক্রিকেটারের পাশে দাঁড়িয়ে সকলের মন জিতে নিলেন বিরাট কোহলি, করলেন বিরাট আর্থিক সাহায্য

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় ক্রিকেটার শ্রাবন্তী নায়ডুর মা করোনায় আক্রান্ত হয়ে পড়েন। বর্তমানে তার চিকিৎসা চলছে কিন্তু তার চিকিৎসার জন্য বিরাট পরিমাণ অর্থ লাগবে যা তার কাছে নেই। সেই কারণে তিনি ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড সহ বেশ কয়েকজন ব্যক্তিত্বের কাছে সাহায্যের জন্য আবেদন করেন। এবার তার সাহায্যে এগিয়ে এলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের আগে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিরাট। শ্রাবন্তী নাইডুর মায়ের চিকিৎসার জন্য 6 লাখ 67 হাজার টাকা আর্থিক সাহায্য করেছেন বিরাট কোহলি। এই কথা টুইট করে জানিয়েছেন দক্ষিণাঞ্চল মহিলা ক্রিকেটের প্রাক্তন আহবাহক বিদ্যা যাদব।

n281161274b07eee8d4cad7109aeb5fd87fd69c9e20a95a91012cc9b1417819886514a8e30

শ্রাবন্তী নাইডুর মায়ের চিকিৎসার জন্য ইতিমধ্যেই 16 লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। আর এই বিরাট পরিমাণ খরচ তার একার পক্ষে চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। সেই কারণে তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন অনেকেই। ইতিমধ্যে শ্রাবন্তীকে সাহায্য করার পর টুইট করে জানিয়েছেন ব্যাডমিন্টন খেলোয়াড় জ্বালা গুট্টা। তারপরই বিরাট কোহলির কাছে সাহায্য চেয়ে আবেদন করেন বিদ্যা যাদব। বিদ্যার থেকে আবেদন পেয়ে আর অপেক্ষা করেনি বিরাট কোহলি। সঙ্গে সঙ্গে 6 লক্ষ 67 হাজার টাকার আর্থিক সাহায্য করেন বিরাট।

বিদ্যা জানিয়েছেন, “আমি বিরাট কোহলির মানবিকতা দেখে অবাক। একজন বড় ক্রিকেটার এর পাশাপাশি একজন বড় মনের মানুষও বিরাট কোহলি।”


Udayan Biswas

সম্পর্কিত খবর