বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলি তার আগের দুটি জন্মদিন খুব আলাদাভাবে উদযাপন করেছেন। ২০২০-তে কোহলির জন্মদিনের তিনি জীবনের একটি নতুন অধ্যায় শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন। পিতৃত্বের সূচনা সম্পর্কে বেশি চিন্তিত ছিলেন তিনি। তার স্ত্রী আনুস্কা শর্মার সঙ্গে দাম্পত্য জীবনের প্রথম সন্তানের জন্ম দিয়ে তিনি অত্যন্ত চিন্তিত ছিলেন।
এর পরের বছর অর্থাৎ ২০২১ সালটি হয়তো অধিনায়ক এবং ক্রিকেটার বিরাট কোহলির সবচেয়ে খারাপ সময় ছিল। ওই সময়ের আশেপাশেই ভারতীয় দলকে বিশ্বকাপের গ্রূপ পর্যায় থেকে ছিটকে যেতে হয়। পাকিস্তানের কাছে বিশ্রীভাবে এবং প্রথম বিশ্বকাপ হার। গতবারের জন্মদিনের সময়টা একেবারেই ভালো ছিল না বিরাট কোহলির।
কিন্তু এই বছর যাবতীয় বাধা বিঘ্ন কাটিয়ে নিজের পরিচিত ছন্দে ফিরেছেন বিরাট। তিনি আর ভারতীয় দলের অধিনায়ক নন। কিন্তু ভারতীয় দল তরতরিয়ে এগিয়ে চলেছে বিশ্বকাপে। ইতিমধ্যেই বিরাট কোহলি বিশ্বকাপে তিনটি অর্ধশতরান করে ফেলেছেন।
আজ বিরাট কোহলির ৩৪ তম জন্মদিন। গতকাল থেকেই বিপক্ষ দলের অনেক ক্রিকেটাররা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন। কিন্তু বিরাট কোহলির নিজের কি পাওয়ার আছে তার কাছ থেকে এই জন্মদিনে।
কিছুদিন আগেই আফগানিস্তানের বিরুদ্ধে নিজের প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটের শতরান পেয়েছিলেন বিরাট কোহলি। যদিও ভারতীয় দল এশিয়া কাপের ফাইনাল অবধি পৌঁছতে পারেনি। চলতি জন্মদিনে বিরাট কোহলি খুব সম্ভবত নিজের কাছে এটাই প্রতিজ্ঞা করবেন যে এশিয়া কাপে যা হয়েছিল, বিশ্বকাপের মঞ্চে তেমনটা যেন না হয়। সেবার বিরাট দুর্দান্ত ফর্মে ছিলেন কিন্তু ভারতীয় দল শূন্য হাতে ফিরে ছিল। এবার নিজের ফর্মে থাকার পাশাপাশি ভারতীয় দলকেও চূড়ান্ত সাফল্য এনে দিতে চাইবেন বিরাট কোহলি। নিজের আন্তর্জাতিক কেরিয়ারে এই একটি ট্রফিই এখনো ছুঁয়ে দেখা হয়নি তার। মরিয়া চেষ্টা করে সেই না পাওয়া আক্ষেপটা গোছানোর চেষ্টা যে বিরাট করবেন তাতে কোন সন্দেহ নেই।