বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দল এখন অস্ট্রেলিয়া সফরে ভালো পারফর্ম করার জন্য সব রকমের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু খেলোয়াড়দের চোট পুরো দলের সমস্যা বাড়িয়ে দিতে পারে। এমনিতেই অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলির (Virat Kohli) কাছ থেকে ভারতীয় দলের অনেক আশা রয়েছে। কিন্তু, এবার জানা গিয়েছে যে, কোহলি নিজেই চোটের সম্মুখীন হয়েছেন।
চোট পেয়েছেন বিরাট কোহলি (Virat Kohli):
এই প্রসঙ্গে সিডনি মর্নিং হেরাল্ডের এক রিপোর্টে বলা হয়েছে, কোহলি (Virat Kohli) তাঁর চোট স্ক্যান করাতে হাসপাতালেও গিয়েছিলেন। যদিও, তিনি কোথায় চোট পেয়েছেন এবং তাঁর চোট কতটা গুরুতর সেই সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি। তবে, কোহলির চোট গুরুতর হলে সিরিজ শুরুর আগেই ভারতীয় দলের যে সমস্যা বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।
KL RAHUL IS FINE
– KL Rahul was taken as a precaution & he will be completely fit for the first Test Match against Australia in BGT. pic.twitter.com/jaWSsW47nA
— Tanuj Singh (@ImTanujSingh) November 15, 2024
কেএল রাহুল ও সরফরাজ খানও চোটের সম্মুখীন হয়েছেন: জানিয়ে রাখি যে, পার্থে ম্যাচের মতো পরিস্থিতি তৈরি করে পুরো দল নিয়ে অনুশীলন করছে ভারতীয় দল। যেখানে ব্যাট করতে গিয়ে চোট পান কেএল রাহুল। ডান কনুইতে চোট পেয়েছেন রাহুল। ওই চোটের পর ফিজিও এসে তাঁর চিকিৎসা করলেও ব্যাটিং করতে পারেননি তিনি। যার ফলে তিনি মাঠ ছেড়ে দেন। এদিকে, এর আগে ভারতের তরুণ ব্যাটার সরফরাজ খানও চোট পেয়েছেন। অনুশীলনের সময় কনুইতে চোট পান তিনিও। তবে, তাঁর চোট গুরুতর নয় বলে জানা গেছে। পাশাপাশি, তাঁর স্ক্যানেরও প্রয়োজন হয়নি।
আরও পড়ুন: শত্রুদের খেলা এবার শেষ! ভারতের দূরপাল্লার ক্রুজ মিসাইল প্রথম পরীক্ষাতেই উত্তীর্ণ, ভাইরাল হল ভিডিও
সমস্যায় পড়েছেন ভারতীয় ব্যাটাররা: নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচে ভারতীয় বোলাররা দলের ব্যাটিংয়ের টপ অর্ডারকে কাঁপিয়ে দিয়েছেন। ইনিংস শুরু করতে আসেন যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। যেখানে রাহুল চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেও মাত্র ১৫ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন যশস্বী। এদিকে, বিরাট কোহলি (Virat Kohli) প্রথম দিকে কিছু ভালো কভার ড্রাইভ খেলেছিলেন। কিন্তু তিনিও ১৫ রান করার পর দ্বিতীয় স্লিপে ধরা পড়েন।
আরও পড়ুন: মাঠে ফিরেই জ্বলে উঠলেন শামি! সুযোগ পাবেন বর্ডার-গাভাস্কার ট্রফিতে? সামনে এল বড় আপডেট
তবে, ঋষভ পন্থ আক্রমণাত্মক শুরু করেছিলেন। কিন্তু নীতীশ রেড্ডি তাঁকে ক্লিন বোল্ড করেন। পন্থ মাত্র ১৯ রান করতে পারেন। সমস্ত ভারতীয় ব্যাটারদের শর্ট পিচ বলগুলি অস্বস্তিতে ফেলেছে। যা অস্ট্রেলিয়ান বোলারদের জন্য একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে।